খেলা
এবার অবসরে সাফজয়ী স্বপ্না
স্পোর্টস রিপোর্টার
২৭ মে ২০২৩, শনিবার
পুরুষ ফুটবলের হতাশার মাঝে আলো দেখাচ্ছেন নারী ফুটবলাররা। তাদের হাত ধরেই সবশেষ নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেই দল থেকেই বছরের শুরুর দিকে অভিমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে অবসরে যান আনুচিং মোগিনী ও সাজেদা খাতুন। একই পথে হাঁটলেন সাফজয়ী দলের আরেক সদস্য সিরাত জাহান স্বপ্না। শুক্রবার সকালে ফেসবুকে ঘোষণা দিয়ে ফুটবল ছেড়ে বাড়ি চলে যান ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাংলাদেশ জাতীয় মেয়ে ফুটবল দলের আক্রমণভাগে অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন সিরাত জাহান। গত বছর নেপালে প্রথমবারের মতো ইতিহাস গড়া সাফ চ্যাম্পিয়নশিপেও আলো ছড়িয়েছেন তিনি। ওই টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন স্বপ্না। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি রংপুরের এ ফুটবলার।
সেই নির্ভরশীল ফরোয়ার্ড হঠাৎ করেই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। ফেসবুক পোস্টে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি বৃহস্পতিবার ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে এসেছি। আমি আর ফিরব না, সেটা আমার কোচরা বুঝতে পেরেছেন।’ স্বপ্না বলেন, ‘ইনজুরি বা কোনো চোটের কারণে নয়। আমি পুরোপুরি ফিট আছি। ক্যাম্পে হার্ড ট্রেনিং চলছিল, সেখানেও ভালো অনুশীলন করেছি। অবসরের কোনো কারণ বলতে চাই না।’ তবে সূত্রে জানা গেছে, অনেক প্রচার ও প্রচারণার পরও ১৫ই মে থেকে মাঠে ফ্রাঞ্চাইজি ফুটবল লীগ শুরু করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কবে নাগাদ এই টুর্নামেন্ট শুরু হবে তা নিয়েও রয়েছে ধু¤্রজাল। কবে আবার মাঠে নামতে পারবেন তারও নিশ্চয়তা নেই। হয়তো এসব কারণেই হতাশা থেকে অবসর নিয়েছেন স্বপ্না। এর আগে জাতীয় দল থেকে ছিটকে পরে ফুটবলকে বিদায় বলেছিলেন আনুচিং মোগিনী ও সাজেদা খাতুন। তখন তারা বলেছিলেন, জাতীয় দলে ফিরতে হলে নিজেকে প্রমাণ করার প্রয়োজন। এই দেশে সেটা প্রমাণের কোনো ব্যবস্থা না থাকায় অবসর নিচ্ছেন তারা।’
সাজেদা ও আনুচিংয়ের অবসরে কোনো প্রতিক্রিয়া না জানালেও স্বপ্নার হঠাৎ অবসরের বিষয়টি শুনে কিছুটা আক্ষেপ করলেন বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘স্বপ্না অনুশীলন করে আমার কাছে ছুটি নিয়ে বাড়ি গেছে। তবে অনেক দিন খেলা না থাকায় সে একটু হতাশ ছিল। ওকে বুঝিয়েছি। কিন্তু খেলবে না বললো।’ এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন স্বপ্না। বিপরীতে গোল করেছেন ১০টি। এছাড়া বয়সভিত্তিক দলের ৯ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। বাংলাদেশ নারী প্রিমিয়ার লীগে বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছেন এ নারী ফুটবলার।