ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

অনন্য মাইলফলকের সামনে মেসি

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৩, শনিবার
mzamin

ইউরোপিয়ান গণমাধ্যমে জোর গুঞ্জন, মৌসুম শেষে ফরাসি লিগ ওয়ান ছাড়বেন লিওনেল মেসি। চলতি মৌসুমে পিএসজির বাকি দুই ম্যাচ। এরপরই হয়তো প্যারিসে তৈরি হবে মেসির বিদায়ের মঞ্চ। আর এই ২ ম্যাচে অনন্য এক মাইলফলক ছুঁতে পারেন বিশ্বকাপজয়ী তারকা।

ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা, বার্সেলোনা এবং পিএসজির হয়ে এখন পর্যন্ত ১ হাজার ২৫টি ম্যাচ খেলে ৮০৫টি গোল করেছেন লিওনেল মেসি। এর মধ্যে ১০৮টি গোল পেনাল্টি থেকে পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। অর্থাৎ, পেনাল্টি ছাড়া ৬৯৭টি গোল করেছেন মেসি। ৭০০ নন-পেনাল্টি গোল পেতে সাতটি ব্যালন ডি’অরের মালিকের প্রয়োজন তিনটি গোল। আজ রাতে লিগ ওয়ানের ম্যাচে স্ট্রসবুর্গের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে হ্যাটট্রিক পেলেই মাইলফলক স্পর্শ হবে মেসির। মৌসুমে পিএসজির সবশেষ ম্যাচ ক্লেরমঁ ফুটের সঙ্গে।

বিজ্ঞাপন
৩রা জুন অনুষ্ঠিতব্য সেই ম্যাচেও মাইলস্টোন স্পর্শের সুযোগ থাকবে মেসির। এই দুই ম্যাচে ব্যর্থ হলে আর্জেন্টিনা অধিনায়ক আগামী জুনে জাতীয় দলের হয়ে কীর্তি গড়ার সুযোগ পাবেন।

চলতি ফরাসি লিগ ওয়ানে ৩০ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল। চ্যাম্পিয়নস লীগে ৭ ম্যাচ খেলে ৪টি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন পিএসজির আর্জেন্টাইন ফুটবলার। এদিকে আজ রাতে স্ট্রসবুর্গকে হারাতে পারলেই ফরাসি লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হবে পিএসজির। ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৬ হারে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লা প্যারিসিয়ানরা। সমান সংখ্যক ম্যাচে ২৩ জয় ও ৪ হারে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। তিনে থাকা অলিম্পিক মার্শেইয়ের পয়েন্ট ৩৬ ম্যাচে ৭৩। তাই শিরোপার লড়াইটা এখন শুধু পিএসজি এবং লঁসের। ৩৭তম ম্যাচে স্ট্রসবুর্গকে হারাতে পারলে ৮৭ পয়েন্ট নিয়ে লীগ চ্যাম্পিয়ন হবে পিএসজি। সেক্ষেত্রে শেষ রাউন্ডে হারলেও কোনো সমস্যা নেই ক্রিস্তফ গালতিয়ের দলের। লঁসের শিরোপা সম্ভাবনা টিকে আছে পিএসজির টানা দুই হার এবং নিজেদের টানা দুই জয়। তাই যদি হয় সেক্ষেত্রে দুই ম্যাচ শেষে লঁস এবং পিএসজির পয়েন্ট হবে সমান ৮৪। সেক্ষেত্রে গোলের হিসাবে নির্ণয় হবে চ্যাম্পিয়ন।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status