ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

মনের মতো উইকেটে আফগানদের হারানোর ভাবনা

স্পোর্টস রিপোর্টার
২৬ মে ২০২৩, শুক্রবার
mzamin

বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। সেই দলে আছে মোহাম্মদ নবী ও মুজিব উর রহমানের মতো স্পিনারও। তাদের বিপক্ষে কেমন উইকেটে খেললে জয় সম্ভব! ২০১৯ এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা চেয়েছিলেন  পেস সহায়ক উইকেটেই খেলা হবে আফগানদের বিপক্ষে। চট্টগ্রামে  সেই ভাবেই তৈরি হচ্ছিল উইকেট। কিন্তু সেই সময় অধিনায়ক সাকিব আল হাসান রাতারাতি বদলে দিলেন সব। তার ইচ্ছায় বানানো হলো স্পিন সহায়ক উইকেট। ফলাফল যা হবার তাই, নিজেদের মনের মতো পিচ পেয়ে আফগানরা টাইগারদের হারিয়ে নিজেদের প্রথম জয় দিয়ে স্মরনীয় করে রাখলো। চার বছর পর আবারো টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। আগামী ১০ই জুন ঢাকায় আসবে আফগানিস্তান দল। 

১৪ই জুন শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এবারও আলোচনায় উইকেট।

বিজ্ঞাপন
কেমন হবে তা না বললেও এবার অবশ্য নিজেদের মনের মতো উইকেট বানাচ্ছে বলেই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে, সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’

এবার সাকিব আল হাসান দলে নেই। ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে খেলতে গিয়ে আঙুলে চোট পান সাকিব। এরপর ছিটকে গেছেন মাঠ থেকে এক মাসের জন্য। যে কারণে আফগানদের বিপক্ষে এবারের টেস্ট খেলা হচ্ছে না টাইগারদের নিয়মিত অধিনায়কের। সাকিব না থাকায় প্রভাবও পড়বে দলে এটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের অভাব পূরণ করা মোটেও সহজ নয়। হাবিবুল বাশার তা স্বীকারও করে নিয়েছেন।  তিনি বলেন, ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। আর সে থাকলে যেটা হয় আরকি ইনফ্যাক্ট, সাকিব থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। 

কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা সেটব্যাক (বিপত্তি)। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।’ তবে সাকিব না থাকলেও নিজেদের স্পিন বিভাগকে দুর্বল ভাবতে চান না জাতীয় দলের এই নির্বাচক। তিনি বলেন, ‘সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে। বাট  সে ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। সো আমাদের যে রকম দরকার, টিম অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।’  

৬ সপ্তাহ সাকিব খেলতে পারবেন না। তাই তার বিকল্প কে হবেন তা নিয়ে ভাবনাতো আছেই। আফগানদের বিপক্ষে টেস্ট  স্কোয়াড কেমন হবে তাও এখন বেশ আলোচনায়। কী চমক থাকবে দলে! নাকি শক্তিশালী একাদশ নামাতে নতুন কাউকে নিয়ে ঝুঁকি নেবেন নির্বাচকরা! হাবিবুল বাশার জানালেন আফগানদের ছোট করে দেখার কোনও সুযোগ নেই। তাই তারা কোনও চমক না রেখে শক্তিশালী দল ঘোষণা করতে চান। তিনি বলেন, ‘চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করবো অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করবো। আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। কিন্তু এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status