শেষের পাতা
সিলেটে ভোটের মাঠ ছাড়ছেন না বিএনপি নেতারা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মে ২০২৩, শুক্রবার
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আছেন বিএনপি’র পরিচিত নেতারা। তাদের অনেকেই অঙ্গসংগঠনের শীর্ষ পদ দখল করে আছেন। ভোটের মাঠে জয় নিশ্চিত থাকায় তারা দলের বারণ শুনছেন না। এখনো নির্বাচনের মাঠে আছেন। মনোনয়নপত্র জমা দিয়ে চূড়ান্ত লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। তবে- এরইমধ্যে অনেকেই ঘোষণা দিয়ে মাঠ ছেড়ে দিয়েছেন। দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে তারা মাঠ ছেড়ে দেন বলে জানিয়েছেন প্রার্থীরা। কাউন্সিলর পদে এবার বিএনপি’র মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন যে কয়েকজন তাদের মধ্যে অন্তত ৬ জন পদ-পদবিতে আছেন কিংবা নিকট অতীতেও পদবিতে ছিলেন। এরা মাঠ থেকে না সরায় সিলেট বিএনপি’র শীর্ষ নেতারাও চিন্তিত। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন; সিলেট নগর বিএনপি’র সিনিয়র নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির সেপি, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।
এর বাইরেও রয়েছেন- ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুল হাদী, ১৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহ্বায়ক এবিএম জিল্লুর রহমান উজ্জল, ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মুমিন।
৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম একাধিকবারের কাউন্সিলর। এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। তিনি এলাকার মানুষের কাছে দ্বায়বদ্ধ বলে জানিয়েছেন। ফলে শামীম এবার নির্বাচন করতে পারেন বলে ধারণা করেন স্থানীয় বিএনপি নেতাদের। এলাকাভিত্তিক অবস্থানের কারণে ওই এলাকার শক্তিধর ব্যক্তি হিসেবেও শামীম পরিচিত। এদিকে- সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী না হওয়ার আহ্বান জানিয়ে দলের সম্ভাব্য ৩২ নেতাকর্মীকে চিঠি দেয় মহানগর বিএনপি। এর আগে ঢাকায় ডেকে নিয়ে মহানগর নেতৃবৃন্দকে ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সতর্ক ও নিষেধ করেন। প্রার্থী হলে দল থেকে স্থায়ী বহিষ্কারের কথাও জানানো হয় তাদের। তবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে দফায় দফায় বিএনপি’র স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বৈঠক করে বেশির ভাগ নেতাকর্মীদের সম্ভাব্য প্রার্থিতা ঠেকাতে পারেননি। বিএনপিপন্থি অন্তত; ৩০ জন নেতাকর্মী এখনো সিলেটে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন- যারা দলের সিদ্ধান্ত না মেনে প্রার্থী হবেন তারা কঠোর শাস্তির আওতায় পড়বেন। এ কারণে আমরা প্রার্থী হওয়া নেতাদের কাছে যাচ্ছি। দলের পরিষ্কার অবস্থান তুলে ধরছি।