অনলাইন
কাস্টমস কর্মকর্তা তাজুলের দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
স্টাফ রিপোর্টার
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন

শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. তাজুল ইসলামের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের বিষয়ে দুদকে দেয়া আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ৬০ দিনের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে আবেদনটি নিষ্পত্তি না করতে দুদকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং ড. তাজুল ইসলামকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. অজিউল্যাহ ও এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারি। তাদের সহযোগিতা করেন এডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
এর আগে বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় তাজুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত প্রায় শত কোটি টাকার সম্পত্তির বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।