ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

যুক্তরাষ্ট্র আমাদের কমিশনের কোন অংশ না: ইসি আলমগীর

স্টাফ রিপোর্টার

(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

মার্কিন ভিসা বন্ধের হুঁশিয়ারি আন্তঃরাষ্ট্রীয় বিষয় উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচন করা। এর জন্য কমিশনের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা সবই করব। তারা (যুক্তরাষ্ট্র) আমাদের কমিশনের কোন অংশ না। কোন রাষ্ট্র বা সরকারের সঙ্গে তাদের কী বোঝাপড়া আছে তা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। 

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনে বাধা প্রদানকারীদের মার্কিন ভিসা বন্ধের হুঁশিয়ারি দেয়ায় তা বাংলাদেশের নির্বাচনের জন্য সহায়ক হবে কিনা এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় গাজীপুরে ভোটের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা সিসিটিভি ক্যামেরায় দেখছি শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন থেকে যাদের পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে তাদের থেকেও রিপোর্ট পেয়েছি। প্রথম আড়াই ঘন্টা পর্যন্ত ভালোভাবে ভোট চলছে। খারাপ কোন সংবাদ পাওয়া যায়নি। আমাদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেটরা খুব তৎপর আছেন। 

কিছু কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইভিএম কাজ না করা প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ইভিএম অনেক সময় অকার্যকর থাকে। তবে সেটাকে সাথে সাথে সমাধান করা যায়।

বিজ্ঞাপন
আমাদের লোকজন আছে তারা ৫-১০ মিনিটের মধ্যে ঠিক করে দিচ্ছে। যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা কাজ করছে না সেসব কেন্দ্রেও খবর নেয়া হয়েছে। ইন্টারনেট না থাকায় আমরা এখান থেকে দেখতে পারছি না। কিন্তু রেকর্ডিং হচ্ছে। সকালে শুনেছিলাম ১০-১২টা দেখা যাচ্ছে না। তবে এখন অনেকগুলোই দেখা যাচ্ছে। 

বেশ কিছু কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের পোলিং এজেন্ট না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার পক্ষ থেকে অভিযোগ আসা উচিত ছিলো। আমরা তাদের বলে দিয়েছি, আপনাদের কোন এজেন্টকে যদি না ঢুকতে দেয়া হয় বা বাধা দেয় আপনারা আমাদের কাছে জানাবেন। আমরা তখন পুলিশ ও মাজিস্ট্রেটের সহায়তায় ওই কেন্দ্রে এজেন্টকে বসার ব্যবস্থা করে দেব। 
গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ইসি বলেন, অফিসিয়ালি গ্রেপ্তার হয়েছে কি না এখনো আমাদের কাছে আসেনি। হয়তো ফিল্ডে হয়েছে। কেউ গ্রেপ্তার হওয়ার মতো অন্যায় কাজ করলে গ্রেপ্তার হবে।

পাঠকের মতামত

মামু ডরাইছে মনে হয়।

Siddq
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন

এই মাথা মোটা গবেট কি করে ইসির মতন গুরুত্বপূর্ণ সংস্থার কমিশনার হয়? এদের কে যদি কেউ জ্ঞানীগুনি বলেন তাহলে মূর্খদের কে কি বলে সম্বোধন করবেন? বিশ্বনন্দিত জনপ্রিয় নেতা ইমরান খানের অবস্থা দেখে ও কি এই সরকারের এবং তার অধিনস্ত কর্মকর্তা কর্মচারীদের হুশ ফিরে আসবে না?

বন্ধু খান
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৩:৩০ পূর্বাহ্ন

এরা সম্ভবতঃ দাসখত দিয়ে চেয়ারে বসেছে, তাই তাদের মুচলেকার বাইরে গিয়ে কথা বলার এখতিয়ার নাই।

মাসুদ
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ২:৩৮ পূর্বাহ্ন

এই ভদ্র লোকের কি সাধারন জ্ঞানের অভাব?

ashraf Chowdhury
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১:৪৫ পূর্বাহ্ন

Mammu, get ready for you, your family and relatives. You can not fly anywhere.

Anwar
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১:৩৩ পূর্বাহ্ন

No, but you are under the threat of US sanction.

mohd. Rahman
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪৬ পূর্বাহ্ন

এটা কেউ বলেছে নাকি?

জিয়া
২৪ মে ২০২৩, বুধবার, ১১:৫৪ অপরাহ্ন

যে যাই বলুক পাওয়ারের জন্য আমাদের যা ইচ্ছা তা করব, প্রয়োজনে আমেরিকা যাবো না তারপরেও নিরপেক্ষ নির্বাচন হতে দেব না।

Syed
২৪ মে ২০২৩, বুধবার, ১১:৩০ অপরাহ্ন

“নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচন করা। এর জন্য কমিশনের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা সবই করব। তারা (যুক্তরাষ্ট্র) আমাদের কমিশনের কোন অংশ না।” জনাব আলমগীর সাহেব আপনার মতো এই ধরণের কথা ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনের সময়ও আগের নির্বাচন কমিশনারগণ বলেছিলেন। এগুলো হলো গতানুগতিক কথা। তবে ২০১৯ সালের নির্বাচন কমিশনে অন্যতম একজন কমিশনার মাহবুবে আলম সাহেব কিছুটা হলেও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছিলেন। অন্ততপক্ষে উনি সাদাকে সাদা, কালাকে কালা বলতে পেরেছিলেন। আর বর্তমান নির্বাচন কমিশনে একজনকেও উনার মতো পাওয়া গেলো না।

শওকত আলী
২৪ মে ২০২৩, বুধবার, ১০:৫৯ অপরাহ্ন

The sanction of not issuing Visa to Authorities will not work rather the said action of USA will provoke them to continue the process of election engineering in different tricks.

Md. Harun al Rashid
২৪ মে ২০২৩, বুধবার, ১০:৫৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status