ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

রাতে মার্কিন ঘোষণার পর কিছুটা পাল্টে গেল গাজীপুরে ভোটের পরিবেশ

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন

mzamin

রাতের মার্কিন ঘোষণার পর গাজীপুরে কিছুটা পাল্টে গেল ভোটের পরিবেশ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। বিগত কয়েক বছরে স্থানীয় নির্বাচনগুলোতে ভোটারদের মধ্যে এমন আগ্রহ দেখা যায়নি। অনেকে বলছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র- গত রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের এমন ঘোষণার কারণেই ভোটারদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। যদিও দুই ধরনের দৃশ্যই দেখা গেছে। কিছু কিছু কেন্দ্রে ভোটারদের ভিড় ছিল বেশি। আবার কোথাও কোথাও ভোটার উপস্থিতি ছিল কম। তবে ইভিএমের কারণে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে। অনেকের আঙ্গুলে ছাপ না মেলায় ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। অনেকে আবার ইভিএমে নতুন অভিজ্ঞতার কারণে সমস্যায় পড়েন।   

এদিকে সকালে টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এডভোকেট আজমতউল্লাহ খান বলেছেন, গাজীপুরে আজকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকে অপপ্রচার চালিয়েছিল যে মানুষ ভোটকেন্দ্রে আসবে না। কিন্তু আজ সকাল থেকে শত শত মানুষ ভোটকেন্দ্রে হাজির হয়ে লাইনে দাঁড়িয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। ইনশাআল্লাহ আজকে নৌকারই জয় হবে। একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার যে প্রত্যয় জনগণের নৌকা প্রতীকে ভোট দিয়ে তারা নিজেই জয়ী হবে।  

ওদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুরে ভোটের পরিবেশ এখনো সুষ্ঠু ও সুন্দর আছে। আমরা শেষ পর্যন্ত দেখবো। আমাদের ভোট যেন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে হয়। কোনো জায়গায় যেন ইভিএমের মেশিন টেম্পারিং করা না হয়। নির্বাচন কমিশন ও সরকার সুষ্ঠু ভোট করার ব্যাপারে যে ঘোষণা দিয়েছে আমরা সেটি শেষ পর্যন্ত দেখবো। আমরা ভোটের মাঠে আছি। আমরা সর্বশেষ গণনা পর্যন্ত দেখবো কারচুপি আছে কি না।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সম্পর্ক নষ্টের আশঙ্কা নাকচ পররাষ্ট্র উপদেষ্টার/ হাসিনার হাতে ভারতের ট্রাভেল পাস, অন্যত্র আশ্রয়ের ব্যর্থ চেষ্টা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status