অনলাইন
রাতে মার্কিন ঘোষণার পর কিছুটা পাল্টে গেল গাজীপুরে ভোটের পরিবেশ
অনলাইন ডেস্ক
(৬ মাস আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন

রাতের মার্কিন ঘোষণার পর গাজীপুরে কিছুটা পাল্টে গেল ভোটের পরিবেশ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। বিগত কয়েক বছরে স্থানীয় নির্বাচনগুলোতে ভোটারদের মধ্যে এমন আগ্রহ দেখা যায়নি। অনেকে বলছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র- গত রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের এমন ঘোষণার কারণেই ভোটারদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। যদিও দুই ধরনের দৃশ্যই দেখা গেছে। কিছু কিছু কেন্দ্রে ভোটারদের ভিড় ছিল বেশি। আবার কোথাও কোথাও ভোটার উপস্থিতি ছিল কম। তবে ইভিএমের কারণে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে। অনেকের আঙ্গুলে ছাপ না মেলায় ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। অনেকে আবার ইভিএমে নতুন অভিজ্ঞতার কারণে সমস্যায় পড়েন।
এদিকে সকালে টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এডভোকেট আজমতউল্লাহ খান বলেছেন, গাজীপুরে আজকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকে অপপ্রচার চালিয়েছিল যে মানুষ ভোটকেন্দ্রে আসবে না। কিন্তু আজ সকাল থেকে শত শত মানুষ ভোটকেন্দ্রে হাজির হয়ে লাইনে দাঁড়িয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। ইনশাআল্লাহ আজকে নৌকারই জয় হবে। একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার যে প্রত্যয় জনগণের নৌকা প্রতীকে ভোট দিয়ে তারা নিজেই জয়ী হবে।
ওদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুরে ভোটের পরিবেশ এখনো সুষ্ঠু ও সুন্দর আছে। আমরা শেষ পর্যন্ত দেখবো। আমাদের ভোট যেন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে হয়। কোনো জায়গায় যেন ইভিএমের মেশিন টেম্পারিং করা না হয়। নির্বাচন কমিশন ও সরকার সুষ্ঠু ভোট করার ব্যাপারে যে ঘোষণা দিয়েছে আমরা সেটি শেষ পর্যন্ত দেখবো। আমরা ভোটের মাঠে আছি। আমরা সর্বশেষ গণনা পর্যন্ত দেখবো কারচুপি আছে কি না।
পাঠকের মতামত
সঠিক রোগ ডাক্তার ধরতে পেরেছে, তাই প্রেসক্রিপশন দেয়ার সাথে সাথেই রোগের ভাইরাস রোগীদেরে কাবু করতে পারছে কম। ভুলে যাওয়া ভোটকে মানুষ ফের মনে করতে পারছে। ভোটকেন্দ্রে যাবার সাহস সঞ্চয় করছে। তারপরও শেষটা দেখেন। দানবের স্বভাব কি সহজে যাবে, যদিও মুগুর শক্ত হলে উপায় নেই। বিদেশে যখন পিছনের দরজা দিয়ে পালিয়ে জান বাাঁচায় আর দেশে ফিরে বুক ফুলিয়ে বাটপারির ডুগডুগি বাজায়। প্রতারকী আচরণে চরম বৈপরিত্য! তাদের কেউ বলছে ভয় করছি না, কেউ বলছে আওয়ামী লীগের লাভ হবে, কিন্তু এতসব কেন হচ্ছে কার জন্য হচ্ছে এত দিন কেন অতীতে হয়নি। সব দায় একযোগে সরকারের ঘাড়ে বর্তায়। চোরের দশদিন গেরস্থের একদিন মনে হচ্ছে কাজ করছে।
আগামী কালকের ব্রেকিং নিউজ,,,আমরা এ হুমকি তোয়াক্কা করি না,,,,,
বাংলাদেশ একটি নষ্ট শিশু হয়ে উঠেছে যার আচরণের জন্য একটি বড় মার্কিন লাঠির প্রয়োজন ছিল।
ভোট চুরি করে ক্ষমতায় গেলে মানুষ কখনোই তাদের শ্রদ্ধা করে না
Awami League will be benefited from this decleration.
সরকার বিরোধীরা এত খুশি হবার কারন নাই,ডিসেম্বর নির্বাচনে বাধা দিলে তারাই বিপদে পরবে।
ঔষধে কাজ শুরু করেছে মনে হচ্ছে।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন/ নির্বাচন নিয়ে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় 'হস্তক্ষেপ'কে হাইলাইট করলেন মোমেন
গুম-খুন-কারা নির্যাতিত বিএনপি নেতাদের স্বজনদের আহাজারি/ বাঁচার অধিকার না থাকলে সবাইকে একসাথে মেরে ফেলুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]