কলকাতা কথকতা
কলকাতায় ১৮ বছরের নিচে কিশোরদের কাছে সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ২ জুন ২০২২, বৃহস্পতিবার, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৩ অপরাহ্ন

ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন এর দাবি মেনে নিল কলকাতা পুরসভা। শহরে নিষিদ্ধ হচ্ছে খুচরো সিগারেট বিক্রি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে আইএমএ'র সভাপতি সাংসদ শান্তনু সেন একটি প্রতিনিধি দল নিয়ে গিয়ে এই দাবি জানান। মেয়র শহরে ক্যান্সার আক্রান্ত বাড়ার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন, মহানগরীতে খুচরো সিগারেট বিক্রি করা যাবে না। যা বিক্রি হবে তা প্যাকেটে। আর ১৮ বছরের কম বয়স্করা দোকান থেকে আর সিগারেট কিনতে পারবে না। বৈঠকে ঠিক হয়েছে মহানগরীর প্রতিটি এলাকায় আইএমএ মাসে একটি করে সচেতনতা ক্যাম্প করবে।