বাংলারজমিন
সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসু
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ মে ২০২৩, বুধবার
সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক তিনবারের কাউন্সিলর, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক দিনার খান হাসু। নগরীর মিরাবাজারের একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে হাসু জানান, তিনি আগামী সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে আবারো কাউন্সিলর প্রার্থী হতে চাচ্ছিলেন। এলাকার মানুষের আকাঙ্ক্ষা ও অনুরোধে তিনি প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে দলের সিদ্ধান্ত ও নির্বাচনী পরিবেশ না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ভোট হবে না বলেও আশঙ্কা করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। দেশে ভোটাধিকার নেই। গণতন্ত্র ও সুশাসন আজ প্রশ্নবিদ্ধ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় কার্যত বন্দিজীবন কাটাচ্ছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছেন না।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]