কলকাতা কথকতা
বাংলাদেশের রোগীরা ফিরছে, বাইপাসের ধারের হাসপাতালগুলিতে স্বস্তি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২১ মে ২০২৩, রবিবার, ১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

কোভিডের কারণে প্রায় দীর্ঘ দুবছর বাংলাদেশের রোগীদের কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো। খুব জরুরি প্রয়োজনে কেউ হয়তো আসতেন মেডিকেল ভিসা নিয়ে। কিন্তু কোভিড মিটতেই আবার বাংলাদেশের রোগীদের আসা শুরু হয়ে গেছে। বাইপাস-এর ধারে আমরি, মেডিকা, আর এন টেগর, ফর্টিস, রুবি, দিশান, অ্যাপোলো প্রভৃতি হাসপাতালগুলোতে ফের চালু হয়েছে বাংলাদেশ হেল্প ডেস্ক।
আর এন টেগর এর বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. বিনায়ক দেব বললেন, বাংলাদেশের রোগীদের মধ্যে ৭৫ শতাংশই আসেন কার্ডিও প্রবলেম নিয়ে। তাঁর রোগীদের ৫০ শতাংশই যে বাংলাদেশের তা জানিয়ে ডা. দেবের উপলব্ধি বাংলাদেশ থেকে রোগী আসা শুরু হওয়ায় দক্ষিণ কলকাতার এই হাসপাতাল অঞ্চলের অর্থনৈতিক স্থিতাবস্থা ফিরে এসেছে। কোভিডের সময়ে যা নিদারুন মার খেয়েছিলো।
আরেক বিশিষ্ট চিকিৎসক ডা. অরিন্দম বিশ্বাস মনে করেন, বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট উন্নত হলেও কলকাতায় আধুনিক মানের চিকিৎসা নিতে আগ্রহী হন বাংলাদেশিরা। যেখানে এই হাসপাতালগুলোর অবস্থান সেই মুকুন্দপুর আবার রমরম করছে। গেস্টহাউস -রেঁস্তোরা গুলি প্রাণ ফিরে পেয়েছে। মানি এক্সচেঞ্জের অফিসগুলিতে ভিড় লেগেই আছে। সব মিলিয়ে বাংলাদেশের জিয়ন কাঠির পরশে জেগে উঠেছে এই বাংলার প্রাইভেট হাসপাতালগুলি।