ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কক্সবাজারে ইয়াবাসহ সস্ত্রীক এপিবিএন কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

(১১ মাস আগে) ২০ মে ২০২৩, শনিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

কক্সবাজারের কলাতলীতে ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত এক উপ-পরিদর্শক (এসআই) সস্ত্রীক আটক হয়েছেন। শুক্রবার (২০ মে) রাত সোয়া ১০টার দিকে ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকরা হলেন- সিরাজগঞ্জের সমেশপুরের রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)। রেজাউল করিম টেকনাফের হ্নীলার আলীখালী (২৫ নম্বর ক্যাম্প) রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত। তিনি ডিপার্টমেন্টাল পদোন্নতিতে কনস্টেবল থেকে উপ-পরিদর্শক (এসআই) হয়েছেন।

টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিল। যাওয়ার সময় ইয়াবাগুলো কৌশলে ঢাকায় পাচারের জন্য মজুত রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের বহন করা ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা। দুজনকে আটক করা হয়।

তুন্তু মণি আরও বলেন, ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক রেজাউল নিজেকে ১৬ এপিবিএনের উপ-পরিদর্শক বলে দাবি করেন। স্বামী-স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুর বলেন, আমার অধীনস্থ আলীখালী ক্যাম্পের ইনচার্জ সস্ত্রীক মাদকসহ ধরা পড়েছে বলে খবর পেয়েছি। এটা অনভিপ্রেত।

বিজ্ঞাপন
তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নেবো।
তিনি আক্ষেপ করে বলেন, গতমাসে বেশ কয়েকজন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতারে আলীখালী ক্যাম্প ইনচার্জ রেজাউল করিমের অবদান আছে। তার কাজের পরিধি ভালো। তাই কীভাবে এমন ন্যক্কারজনক ঘটনায় তিনি জড়ালেন তাও নিজস্ব গতিতে খতিয়ে দেখার উদ্যোগ চলছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status