কলকাতা কথকতা
সেপ্টেম্বর থেকে কলকাতা-আগরতলা ৬ ঘণ্টায়, সৌজন্যে ঢাকা এবং পদ্মাসেতু
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৩ অপরাহ্ন

আগামী সেপ্টেম্বর থেকে রেলপথে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতা পৌঁছানোর ৩১ ঘণ্টার দুঃসহ জ্বালা থেকে মুক্তি পাবেন যাত্রীরা। সেপ্টেম্বরেই চালু হয়ে যাবে আগরতলা-আখাউড়া রেলপথ। এর ফলে দুঘণ্টায় আগরতলা থেকে পৌঁছানো যাবে ঢাকায়। তারপর চার ঘণ্টায় শিয়ালদহ। ত্রিপুরার মানুষ এবং কলকাতার মানুষ এই সুযোগ পাবেন বাংলাদেশের সৌজন্যে এবং নবনির্মিত পদ্মা সেতুর কল্যাণে। পদ্মা সেতু দিয়ে ঢাকা-কলকাতা যাত্রা অনেক সুগম হবে। চার ঘণ্টায় কলকাতা-ঢাকা চলাচল করবে ট্রেন। আগরতলা-আখাউড়া রেল লাইন বসানোর কাজ প্রায় সম্পন্ন। সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী সূচনা করবেন এই যাত্রার। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার আগে আগরতলা-আখাউড়া রুটে ট্রেন চলতো। এই লাইন চালু হলে ভারত-বাংলাদেশ বাণিজ্যের জায়গাটি বিস্তৃত হবে।