কলকাতা কথকতা
কেকে'র মরদেহ নিয়ে মুম্বই ফিরলো পরিবার, পোস্টমর্টেমে স্বাভাবিক মৃত্যুর তথ্য
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ১ জুন ২০২২, বুধবার, ৬:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন

মঙ্গলবার কলকাতায় গান গাইতে আসা প্রখ্যাত সংগীতশিল্পী কেকে'র প্রয়াণে অস্বাভাবিকত্ব কিছু নেই- বুধবার এসএসকেএম হাপাতালের চিকিৎসকরা পোস্টমর্টেমের পর এই তথ্য জানান। যদিও কেকে'র ঠোঁটে ক্ষতচিহ্ন ছিল। তার হোটেলে ফরেনসিক বিশেষজ্ঞরাও গেছেন, তবু ময়না তদন্তের পর কেকে'র স্ত্রী জ্যোতি, ছেলে নকুল ও মেয়ে তামারার হাতে দেহ তুলে দেয়া হয়। বিকেলেই বিমানে কেকে'র দেহ নিয়ে পরিবার মুম্বই উড়ে গেছে। বৃহস্পতিবার সকাল এগারোটায় মুম্বইয়ে কেকে'র শেষবিদায়।