খেলা
ম্যাচসেরার টাকা দিয়ে যা করবেন মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৫ মে ২০২৩, সোমবার, ১:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন

সময়টা ভালো যাচ্ছিল না মোস্তাফিজুর রহমানের। ছন্দহীন পারফরম্যান্সে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ হয়নি তার। তৃতীয় ম্যাচে একাদশে জায়গা পেয়ে কাটার মাস্টার জানালেন এখনও ফুরিয়ে যায়নি তার বোলিংয়ের ধার। আইরিশদের ৫ রানে হারিয়ে সিরিজ জয়ের ম্যাচে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল মোস্তাফিজ জানান, সেরার পুরস্কারের টাকায় শপিং করবেন তিনি।
রোববার চেমসফোর্ডে আগে ব্যাটিংয়ে নেমে ২৭৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। এরপর মোস্তাফিজুর রহমানের নৈপুণ্যে ৯ উইকেটে ২৬৯ রান তুলতে সমর্থ্য হয় আয়ারল্যান্ড। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোস্তাফিজকে সঞ্চালক প্রশ্ন করেন, ‘ম্যাচসেরার পুরস্কারের টাকা দিয়ে কী করবেন?’ দোভাষী তামিম সেটা মোস্তাফিজকে বুঝিয়ে দেন। সঙ্গে সঙ্গেই চওড়া হাসি দিয়ে কাটার মাস্টার বললেন, ‘শপিং করব। আর কী করার।’ এরপর সঞ্চালক বলেন, ‘আপনার শপিং উপভোগ করুন। দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ।’
আয়ারল্যান্ডের গুরুত্বপূর্ণ চারটি- ওপেনার স্টিফেন ডোহেনি (৪), আগের ম্যাচে ১৪০ রান করা লরকান টাকার (৫০) কার্টিস ক্যাম্ফার (১) এবং জর্জ ডকরেলের (৩) উইকেট নিয়ে ৪৪ রান খরচ করেন মোস্তাফিজুর রহমান। আত্মবিশ্বাসী মোস্তাফিজ জানালেন, ম্যাচের আগের দিনই ফাইফার নেয়ার পরিকল্পনা করছিলেন তিনি। কাটার মাস্টার বলেন, ‘আমি অনেক দিন ধরেই তো দলের জন্য এটা করছি। এসব পরিস্থিতিতে বল করতে আমি অভ্যস্ত। গতকাল ভাবছিলাম পাঁচ উইকেট নেয়ার কথা।’
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের চেয়ে বেশি সমর্থন পেয়েছে বাংলাদেশ দল। ইংল্যান্ডে বসবাসরত বাঙালিরা দুই ম্যাচেই
গলা ফাটিয়ে টাইগারদের অনুপ্রেরণা দিয়েছেন। উষ্ণ সমর্থনে আপ্লুত মোস্তাফিজের মনেই হয়নি, বিদেশের মাটিতে খেলছেন তারা। মোস্তাফিজ বলেন, ‘মনে হয়েছে দেশেই খেলছি। যারা এখানে এসে সমর্থন দিয়েছেন সবাইকে ধন্যবাদ।’
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজ লিখেছেন, ‘আমার দলকে আমি ভালোবাসি। আমার দেশের মানুষের মুখের হাসি ভালোবাসি। চেষ্টা করব নিজের সেরাটা দেয়ার জন্য এবং বারবার আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য।’