খেলা
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নেই সাকিব
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৪ মে ২০২৩, রবিবার, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৪ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। আঙুলের চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের না খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান সাকিব। মেহেদী হাসান মিরাজের বলে কাভারে ক্যাচ দেন আয়ারল্যান্ডের ব্যাটার জর্জ ডকরেল। সেটা তালুবন্দী করতে পারেননি সাকিব, উল্টো আঘাত লাগে আঙুলে। এরপর অবশ্য ব্যাথা নিয়েই ব্যাটিং করেন তিনি। ম্যাচ শেষে পরের দিনও ব্যথা না কমায় পরের দিন এক্স-রে করালে ফাটল ধরা পড়ে।
ফলে সিরিজ নির্ধারণী ম্যাচটি খেলা হচ্ছে না সাকিবের। শুধু তাই নয় অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজটি খুব একটা ভালো কাটেনি সাকিবের। প্রথম ওয়ানডেতে ২০ রান ও দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে করেন ২৬ রান। বৃষ্টি বাধায় প্রথম ম্যাচে বোলিং করেননি আর দ্বিতীয় ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
প্রথম ম্যাচ পরিরত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ৩২০ রানের লক্ষ্য টপকে জিতেছে বাংলাদেশ।