প্রবাস
টরেন্টোতে ম্যারাথনে অংশ নিয়ে ইতিহাস গড়লেন আরিফ আহমেদ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ১:০৯ অপরাহ্ন
সত্যি অহঙ্কার মতোই ঘটনা। কানাডার টরেন্টোর ম্যারাথন রান গ্রুপ ২০২৩-এ অংশ নিয়ে ইতিহাস গড়লেন আরিফ আহমেদ। কমপ্লিট করলেন ৪২.২ কিলোমিটার বা ২৬ মাইল। টরেন্টোর ইয়াং এন্ড শফোর্ড ইন্টারসেকশন থেকে শুরু হয়ে এক্সিবিশন সেন্টারে গিয়ে ম্যারাথনটি শেষ হয়। পুরো ম্যারাথনটি কমপ্লিট করে বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে নিয়ে বাঙালি কমিউনিটির জন্য বিরল সম্মান বয়ে আনলেন আরিফ আহমেদ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশ আমার জন্মভূমি। আমি কানাডিয়ান হলেও আমার শিকড় বাংলাদেশ। তাই দেশের পতাকা তুলে ধরে অন্য রকম আনন্দ পেয়েছি। উল্লেখ্য, আরিফ আহমেদ টরেন্টো থেকে প্রচারিত প্রবাসী টিভি সিইও এবং ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।
মন্তব্য করুন
প্রবাস থেকে আরও পড়ুন
প্রবাস সর্বাধিক পঠিত
৩
কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা
১০