প্রবাস
বার্সেলোনায় মহিলা সমিতির নতুন কমিটি
বকুল খান, স্পেন
(১ বছর আগে) ৯ মে ২০২৩, মঙ্গলবার, ৩:৪১ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে স্পেনের বার্সেলোনার প্রাণকেন্দ্রে কায়া কালাব্রিয়ার হলরুমে ৬ই মে (শনিবার) মহিলা সমিতি-বার্সেলোনার নতুন কমিটি ঘোষণা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।
মালাইয়া সাইদ ও তাইফা রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেতাব হক জানু। ঈদ পরবর্তী পুনর্মিলন ও ঐতিহ্যবাহী প্রাচীর এই সংগঠনের নতুন কমিটি ঘোষণা নিয়ে কমিউনিটি এবং নারী সংগঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেনÑ বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, উত্তম কুমার, শফিকুর রহমান, শাহ আলম স্বাধীন, শফিকুল ইসলাম স্বপন, কামরুল মোহাম্মদ, মোখলেছুর রহমান নাসিম, ফয়সল আহমেদ মোল্লা, মিরন নাজমুল, আফাজ জনি, জাফার হোসাইন, উজ্জল হাসান, সালাউদ্দিন, লাইবুর রহমান প্রমুখ ।
কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন জেবুন্নেছা জেবু। পরে নতুন পুনর্নির্বাচিত সভাপতি মেহতাহ হক জানু উপদেষ্টামণ্ডলীর তালিকা প্রকাশ করেন। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেনÑ প্রধান উপদেষ্টা সাংবাদিক ও মহিলানেত্রী জেবুন্নেছা জেবু, উপদেষ্টা দীপা নুরতাজ, সাবরিনা জাহান পুতুল, নাজমা নাহার, শামসুন নাহার, নাসিমা রহমান, ফরিদা আক্তার, ফারজানা আক্তার বেবি, চম্পা বেগম।
কার্যকরী পরিষদে সভাপতি মেহেতাব হক জানু, সিঃ সহ সভাপতি রৌওশন আরা মন্জু, সহ সভপতি মালাইয়া কাইয়ুম সাঈদ মিশু,শারমিন রহমান তাইফা, সহ-সভাপতি স্বপ্না রহমান, সহ -সভাপতি জাকিয়া ফয়সাল, সাধারণ সম্পাদক মাসুদা পারভিন মুন্নি, যুগ্ম সম্পাদক সামিয়া রহমান সুইটি, যুগ্ম সম্পাদক লেতিসা, যুগ্ম সম্পাদক রূপা আলম। সাংগঠনিক সম্পাদক শারমিন আহমেদ রিতা, সহ সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক
সুমি আজম, সহ সাংগঠনিক সম্পাদক আফরিন মনি, তিসা, প্রচার সম্পাদক টিনা খান রাহী, সহ প্রচার সম্পাদক পলি রোজ, সাংস্কৃতিক সম্পাদক অহনা দীবা, সহ সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক বর্ষা, সাহিত্য সম্পাদক তাহমিনা আক্তার নাহার, সহ সাহিত্য সম্পাদক লাকি আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক সঞ্চিতা কয়েস, ধর্ম বিষয়ক রুবি মহসিন, তানিয়া মিরন, তথ্য ও গবেষণা সম্পাদক শারমিন সুলতানা, দপ্তর সম্পাদক নাসরিফা হক, সহ দপ্তর আরমান আফরিন, অর্থ সম্পাদক সালমা ইসহাক, সহ অর্থ সম্পাদক মুনা সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া জেরিন দিবা।
স্পেনের সক্রিয় এই নারী সংগঠনের নেতৃবৃন্দের আগামীর নির্দেশনা, সংগঠনের জন্মলগ্ন থেকে নারী জাগরণে অতীতের মতো আগামীতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন । সভাপতি মেহেতাব হক জানু বলেন, আমরা শুধু পিঠা উৎসব এ সংগঠনকে সীমাবদ্ধ করে রাখিনি, বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির বীজ বপন সহ বিভিন্ন ক্রিয়েটিভ কর্মকান্ডে স্বতঃফূর্ত অংশগ্রহণ করেছি। নতুন কার্যকরী কমিটি আগামী নারী নেতৃত্বের নতুন দিগন্তের উন্মোচন করবেন বলে আশা করেন তিনি।