ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

জাতিসংঘ দূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
৯ মে ২০২৩, মঙ্গলবার
mzamin

ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গতকাল দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে   
গোয়েন লুইসের বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ এবং সুপারিশের বলে সরকারি সিদ্ধান্তে সংবিধান থেকে মুছে ফেলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের বিষয়টিও আলোচনায় আসে। দীর্ঘ ওই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়ন, ভিন্নমত দমনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো নিবর্তনমূলক আইনের যত্রতত্র প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ বিশেষত: আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা এবং সরকারের অঙ্গীকারের কাক্সিক্ষত সেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য দ্বাদশ নির্বাচন নিশ্চিতে জাতিসংঘ কতোটা করিগরি সহায়তা দিতে পারে তা বিএনপিকে ব্রিফ করা হয়েছে। 

বিএনপি প্রতিনিধিদলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিএনপি প্রতিনিধিদলকে দুপুরে মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মধ্যাহ্নভোজে অংশ নেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তার কিছুই প্রকাশ করেনি উভয় পক্ষ। দলীয় সূত্রের দাবি চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
সৌজন্যমূলক বৈঠক হওয়ায় আলোচনার বিষয় বাইরে প্রকাশ করা হয়নি। নানান সূত্রের দাবি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বিভিন্ন দলের নেতাদের নিয়ে একটি পর্যালোচনা কমিটি করার প্রস্তাব এসেছে। উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রদূত হাসের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

গত ২৩শে এপ্রিল সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। ওই নৈশভোজে বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি রাষ্ট্রদূত, কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল চিফ, চায়না দূতাবাসের পলিটিক্যাল চিফ, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব অপারেশন, নেদারল্যাণ্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধি এই নৈশভোজে অংশ নেন।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status