ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

উপজেলা নির্বাচন

বিএনপি’র ৭৩ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার

৮ই মে অনুষ্ঠিত প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি থেকে যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জনকে বহিষ্কার করা হয়েছে। মোট ৭৩ জনকে বহিষ্কার করেছে দলটি। 

গতকাল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আগামী ৮ই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি’র যেসব নেতৃবৃন্দরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে এবং বুধবারে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের নেতৃবৃন্দদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। সংশ্লিষ্ট প্রার্থীদের নোটিশ পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে হোয়াট্সঅ্যাপে কিংবা ফোনে কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

বিএনপি’র কয়েকজন নেতা জানান, বিএনপি’র দলের গঠনতন্ত্র মোতাবেক দলের সিদ্ধান্ত অমান্যকারী নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করতে চেয়েছে বিএনপি। এজন্য আগে তাদের নোটিশ দেয়া হয়েছে। গতকাল বহিষ্কৃতদের মধ্যে অনেকেই নোটিশের জবাব দিয়েছেন। জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবার বহিষ্কৃত অনেক নেতা নোটিশের জবাব দেননি বলেও জানা গেছে।

বিজ্ঞাপন
 

বহিষ্কৃত নেতৃবৃন্দরা হলেন- 

চট্টগ্রাম বিভাগ- জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোসা. শিরীন আক্তার বান্দরবান (মহিলা ভাইস চেয়ারম্যান), বান্দরবান জেলার আলীকদম উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মো. রিটন (ভাইস চেয়ারম্যান), কক্সবাজারের মহেশখালী উপজেলা মহিলা দলের সভাপতি মোসা. জাহানারা জাহাঙ্গীর (মহিলা ভাইস চেয়ারম্যান), মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি জাহাদুল হুদা (ভাইস চেয়ারম্যান)।

 রাজশাহী বিভাগ- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কায়সার আহমেদ (ভাইস চেয়ারম্যান), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপি’র সদস্য মো. কামাল উদ্দীন (ভাইস চেয়ারম্যান), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা মহিলা দলের নেত্রী মোসা. রেশমাতুল আরস রেখা (মহিলা ভাইস চেয়ারম্যান), চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহা. আনোয়ারুল ইসলাম (উপজেলা চেয়ারম্যান), চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সদস্য বাবর আলী বিশ্বাস (উপজেলা চেয়ারম্যান), জয়পুরহাট জেলার মাত্রাই ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আতাউর রহমান খসরু (ভাইস চেয়ারম্যান), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা মহিলা দলের সহ-সভাপতি শামীমা আক্তার ‘বেদেনা’ (মহিলা ভাইস চেয়ারম্যান) নাটোর সদর উপজেলার সাবেক ভিপি ইমতিয়াজ আহমেদ হীরা (উপজেলা চেয়ারম্যান), নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন (উপজেলা চেয়ারম্যান), নলডাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি মোসা. মহুয়া পারভিন (মহিলা ভাইস চেয়ারম্যান)। 

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট উপজেলা বিএনপি ও সাবেক ছাত্রনেতা এবিএম কাজল সরকার (উপজেলা চেয়ারম্যান), ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ-কুটিরশিল্প বিষয়ক সম্পাদক মোসা. সুমি বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি মোসা. মনোয়ারা বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), হালুয়াঘাট উপজেলা ময়মনসিংহ উত্তর জেলার এডভোকেট হাসনাত তারেক (উপজেলা চেয়ারম্যান), ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান (ভাইস চেয়ারম্যান), ময়মনসিংহ উত্তর জেলার ধোবাউড়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শামসুর রশিদ মজনু (উপজেলা চেয়ারম্যান), ময়মনসিংহ উত্তর জেলার ফুলপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাসান পল্লব (উপজেলা চেয়ারম্যান), কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম (উপজেলা চেয়ারম্যান), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা বিএনপি’র সদস্য নাজমুল আলম (ভাইস চেয়ারম্যান), ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফরিদ আলরাজি (ভাইস চেয়ারম্যান), শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম সাইফুল মালেক (ভাইস চেয়ারম্যান), শেরপুর জেলা ১নং ওয়ার্ড, শ্রীবরদী শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা (উপজেলা চেয়ারম্যান), শ্রীবরদীর্ উপজেলার গোসাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদমান সৌমিক মুন (ভাইস চেয়ারম্যান), শ্রীবরদীর্ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম রাজন (ভাইস চেয়ারম্যান), ঝিনাইগাতী উপজেলা বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম বাদশা (উপজেলা চেয়ারম্যান), ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন (ভাইস চেয়ারম্যান)।

সিলেট বিভাগ: যুক্তরাজ্য বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (বিশ্বনাথ উপজেলা, সিলেট জেলা) সেবুল মিয়া (উপজেলা চেয়ারম্যান), সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক গৌউছ খান (উপজেলা চেয়ারম্যান), সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি ছবি চৌধুরী (মহিলা ভাইস চেয়ারম্যান), বড়লেখা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাহেলা বেগম হাসনা (মহিলা ভাইস চেয়ারম্যান), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া (উপজেলা চেয়ারম্যান), শাল্লা উপজেলা বিএনপি’র সভাপতি গণেন্দ্র চন্দ্র দাস (উপজেলা চেয়ারম্যান), সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না শাহীন বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), খাজানজি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল রব সরকার (ভাইস চেয়ারম্যান), বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাউছার খান (ভাইস চেয়ারম্যান)। 

বরিশাল বিভাগ: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার (উপজেলা চেয়ারম্যান)।

ঢাকা বিভাগ: মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপি (মহিলা ভাইস চেয়ারম্যান), হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার (উপজেলা চেয়ারম্যান), সিঙ্গাইর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ (উপজেলা চেয়ারম্যান), হরিরামপুর উপজেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন মুসা (উপজেলা চেয়ারম্যান), গাজীপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি এজাদুর রহমান মিলন (উপজেলা চেয়ারম্যান)। 

কুমিল্লা বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ (ভাইস চেয়ারম্যান), নাসিরনগর উপজেলা বিএনপি’র  সাবেক সহ-সভাপতি ওমরাহ খান (উপজেলা চেয়ারম্যান), ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীম ইস্কান্দার (ভাইস চেয়ারম্যান), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হানিফ আহমেদ সবুজ (ভাইস চেয়ারম্যান), কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সদস্য মাজহারুল ইসলাম (উপজেলা চেয়ারম্যান), কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-নারী অধিকার বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমু (মহিলা ভাইস চেয়ারম্যান), কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক দিলারা শিরীন (মহিলা ভাইস চেয়ারম্যান), কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দীন লন্ডনী (উপজেলা চেয়ারম্যান)।

খুলনা বিভাগ: মেহেরপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোসা. রোমানা আহমেদ (মহিলা ভাইস চেয়ারম্যান) কুষ্টিয়া জেলা মহিলা দলের সহ-সভাপতি ইশরাত জাহান পুনম (মহিলা ভাইস চেয়ারম্যান), রামপাল উপজেলা বিএনপি’র সদস্য মেহেদী হাসান মিন্টু (ভাইস চেয়ারম্যান)। 

রংপুর বিভাগ: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন (উপজেলা চেয়ারম্যান), ঘোড়াঘাট উপজেলা যুবদলের যুব বিষয়ক সম্পাদক  মো. সেলিম (ভাইস চেয়ারম্যান), হাকিমপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোসা. পারুল নাহার (মহিলা ভাইস চেয়ারম্যান) বিরামপুর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই (ভাইস চেয়ারম্যান), বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. উম্মে কুলসুম বানু (মহিলা ভাইস চেয়ারম্যান), লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসা. লতিফা আক্তার (মহিলা ভাইস চেয়ারম্যান), হাতিবান্ধা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোসা. মাকতুফা ওয়াসিম বেলী (মহিলা ভাইস চেয়ারম্যান), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ইমান আলী (উপজেলা চেয়ারম্যান), রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য সেকেন্দার আলী চাঙ্গা (ভাইস চেয়ারম্যান), রৌমারী উপজেলা মহিলা দলের সহ-সভাপতি মোসা. তাজমিন নাহার ‘শাপলা’ (মহিলা ভাইস চেয়ারম্যান), রংপুর জেলার পীরগাছা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনু (ভাইস চেয়ারম্যান)।

ফরিদপুর বিভাগ: ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জানে আলম (ভাইস চেয়ারম্যান), চরভদ্রাসন উপজেলা বিএনপি’র প্রাথমিক সদস্য ফারুক মৃধা (উপজেলা চেয়ারম্যান), ফরিদপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহিদ আল ফারুক (ভাইস চেয়ারম্যান), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এ কে এম নাজমুল হাসান (উপজেলা চেয়ারম্যান), ফরিদপুর জেলা সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রউফ উন-নবী (উপজেলা চেয়ারম্যান), রাজবাড়ী জেলার রাজবাড়ী জেলা মহিলা দলের সহ-সভাপতি শারমিন আক্তার টুকটুকি (মহিলা ভাইস চেয়ারম্যান)।
উল্লেখ যে, গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামী ৮ই মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

ভাল পদক্ষেপ, এরা কখনো দল ও দেশের জনগনের জন্য রাজনীতি করেনি।

SHUVO
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:৪১ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status