প্রবাস
স্পেনে প্রবাসী কল্যাণ সমিতির বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী
বকুল খান , স্পেন থেকে
(১ বছর আগে) ২ মে ২০২৩, মঙ্গলবার, ৬:৩৭ অপরাহ্ন
আনন্দঘন পরিবেশে স্পেনে প্রবাসী কল্যাণ সমিতির বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । গতকাল মাদ্রিদের আনারকলি রেস্টুরেন্টে রাত ১০ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন মিয়া । কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় এবং জাহাঙ্গীর হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন প্রধান পরামর্শক কাজী এনায়েতুল করিম তারেক, মোজাম্মেল হক মনু ,নূর হোসেন পাটোয়ারী ,মিল্টন ভূঁইয়া কচি ,মাসুদুর রহমান মাসুদ, আব্দুল কাইয়ুম মাসুক, হেমায়েত খান আবুল হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মো. সেলিম, মনির আহমেদ, ইকবাল হুসেইন, মো. নাসিম, আবু বক্কর, ইয়াছিন সিকদার, সায়েদ আনোয়ার, রফিকুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তামিম ইকবাল এবং আল-আমিন মিয়ার সহোদর সর্বকনিষ্ঠ সদস্য তারেক মিয়া ।
সভায় অর্থনৈতিক সাবলম্বীর পাশাপাশি সামাজিক এবং সোহার্দ্য- সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংগঠনের সভাপতি আল আমিন মিয়া বায়তুল মুকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।