কলকাতা কথকতা
২ সপ্তাহে ৪ জন
কসবায় উঠতি মডেল সরস্বতী সাহার ঝুলন্ত দেহ উদ্ধার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৩০ মে ২০২২, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন
পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগীর পর রোববার রাতে কসবার বেদিয়া ডাঙ্গার বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আর এক উঠতি মডেল সরস্বতী সাহার। ১৯ বছরের মেয়েটি একই সঙ্গে মেক আপ আর্টিস্টও ছিল।

সরস্বতীর ২ বছর বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে সরস্বতী মামার বাড়িতেই থাকতো। সম্পর্কের টানাপোড়েনে সরস্বতী আত্মঘাতী হয়েছে -- পুলিশের সেই রকমই অনুমান। সরস্বতীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।

সেই সম্পর্কের অবনতি হতেই এই আত্মহনন বলে মনে করছেন তদন্তকারীরা। তবে, শো বিজ সংক্রান্ত ৪ জন ২ সপ্তাহের মধ্যে আত্মঘাতী হওয়ায় নানা প্রশ্ন উঠছে। বিশিষ্ট মনোবিদ ডাঃ অমরনাথ মল্লিকের কথায়, সরস্বতীর মৃত্যুর পিছনে আছে ব্রোকেন হোম ট্রাজেডিও। ১৯ বছরের মেয়েটিকে কেন মানসিক অবসাদ গ্রাস করেছিল তা তদন্ত করে দেখা উচিত বলে মনে করছেন ডাঃ মল্লিক। সরস্বতীর ডায়েরির পাতায় মায়ের প্রতি মেয়ের নির্ভরতার কথা ফুটে উঠেছে।