ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলে অপরাধ ও অসামাজিক আচরণ মোকাবেলায় স্থানীয়ভাবে নিয়োগ শুরু

খালেদ মাসুদ রনি,বৃটেন থেকে

(২ বছর আগে) ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার, ৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪০ অপরাহ্ন

লন্ডন শহরের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিল। এই কাউন্সিলে বেশ কয়েক বছর ধরে অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ড্রাগ বেচাকেনা, চুরি-ছিনতাই, ছুরিকাঘাতসহ নানা অপরাধের কারণে অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা। এসকল সমস্যা থেকে রেহাই পেতে গত ২০২২ সালের ৫ই মে’র নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ লুৎফুর রহমানকে বেশীর ভাগ বাসিন্দা সমর্থন করেন। প্রায় ১১ মাস ধরে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় টাওয়ার হ্যামলেট কাউন্সিল অপরাধ এবং অসামাজিক আচরণ (এএসবি বা এন্টি সোশ্যাল বিহেভিয়ার) মোকাবেলা করার জন্য নতুন করে টাওয়ার হ্যামলেট এনফোর্সমেন্ট অফিসারের (থিও) পদে বেশ কিছু নিয়োগ কার্যক্রম শুরু করেছে। টাওয়ার হ্যামলেট এলাকাকে সকলের জন্য নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে কাউন্সিলের কমিউনিটি নিরাপত্তায় চলমান বিনিয়োগের অংশ হিসেবে এসব এনফোর্সমেন্ট অফিসার নিয়োগ দেয়া হচ্ছে। টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার অর্থাৎ থিও সার্ভিসে স্থানীয় কমিউনিটির যথার্থ প্রতিনিধিত্ব যাতে প্রতিফলিত হয়, সেজন্য এই পদে এলাকায় বসবাসকারী অধিবাসীদের আবেদন করতে উৎসাহিত করছে কাউন্সিল।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status