প্রবাস
টরেন্টোতে ‘বিসিই ঈদ গালা নাইট’, থাকছে জমজমাট আয়োজন
স্টাফ রিপোর্টার, কানাডা থেকে
(৫ মাস আগে) ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন

ঈদের পর পরই কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিই ঈদ গালা নাইট’। এজন্য জমজমাট আয়োজন করেছে বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোর (বিসিই) নামে ফেসবুক পেজ গ্রুপটি। আয়োজন প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নাচ, গান, ডিজে কোন কিছু বাদ যাচ্ছে না ঈদ গালা নাইটে। রয়েছে সুস্বাদু এপাটাইজার কাম ডিনার। বিসিই ফেসবুক গ্রুপের এডমিন শাহানা বেগম জানান, ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। প্রবাসে এই ঈদের আনন্দকে রাঙ্গিয়ে তুলতে আমরা ‘বিসিই ঈদ গালা নাইট’ আয়োজন করেছি। জমকালো এ অনুষ্ঠানটি ১২ই মে শুক্রবার রাতে টরেন্টোর গ্র্যান্ড সিনেমুন বেনকুইট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঈদ গালা নাইটটি সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে চলবে মধ্যরাত অবধি। গান পরিবেশন করবেন ইন্ডিয়ার সারেগামাপা এর কনটেস্টটেন্ট ‘জে’ এবং প্যানোরমা ইন্ডিয়ান আইডল-৭ কানাডার উইনার ও ভয়েস অফ উড়িষ্যার উইনার বিভাষিনী’।

বিসিই’র আরেক এডমিন নাহিদ নাসরীন জানান, গান, নাচ, ছবি তোলার পাশাপাশি আমরা সুস্বাদু বুফে ডিনারের আয়োজন করেছি। আশা করছি সবাই মজাদার খাবারের সাথে সাংস্কৃতিক পর্ব বেশ ভালভাবেই উপভোগ করবেন। বিসিই জানিয়েছে, ডিনারের পর ঝাকানাকা ডিসেকো মধ্য রাত অবধি চলবে। ডিজে পরিবেশন করে মাতিয়ে রাখবেন ভারতীয় ‘ডিজে রকি’। চমৎকার এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টরেন্টোর অতি পরিচিত উপস্থাপিকা ফারহানা আহমেদ। কেউ চাইলে [email protected] এই ই-মেইলে ই-ট্টান্সফার করে রেজিস্ট্রেশন করতে পারবেন। পূর্ণ বয়ষ্কদের এন্ট্রি ফি ৪৫ ডলার, সাত থেকে ১৩ বছর বয়সীদের জন্য ২৫ ডলার এবং সাত বছরের নিচের বাচ্চাদের প্রবেশাধিকার ফ্রি রাখা হয়েছে।
উল্লেখ্য, বিসিই ঈদ গালা নাইটে স্পন্সর করেছেন নামী মর্টগেজ এজেন্ট আসহাব উদ্দিন খান আসাদ, তরুণ রিয়েলটর রাফি আলম, প্রতিশ্রুতিশীল মর্টগেজ এজেন্ট দীন ইসলাম, তারুণ্যে ভরপুর ব্যারিষ্টার ওমর হাসান আল জাহিদ, সদালাপী রিয়েলটর সারওয়ার আলম, সব সময় হাসিমাখা মুখ ব্যবসায়ি একে আজাদ, এনার্জেটিক মর্টগেজ এজেন্ট বজলুর ভূইয়া (মারুফ), গুণী একাউনট্যান্ট মোর্শেদ নিজাম সিপিএ এবং ব্রোকারেজ হাউজ রিয়েলটি ২১।
পাঠকের মতামত
এতো ইন্ডিয়ান কেন? বাংলাদেশী শিল্পী-পারফরমারের অভাব পড়েছে? এই বিসিই ইন্ডিয়ান দালাল।
মন্তব্য করুন
প্রবাস থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]