খেলা
সৌদিতে রোনালদোর ‘রেকর্ড’ উদযাপন
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ৩:৩৬ অপরাহ্ন

ফুটবলের মতো রেকর্ড ভাঙা-গড়ার খেলায় সমান পারদর্শী ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারজুড়ে নানা মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ সুপারস্টার। চলতি মাসে জাতীয় দলের হয়ে খেলতে নেমে সর্বোচ্চ ইন্টারন্যাশনাল ম্যাচে অংশ নেয়ার নতুন রেকর্ড গড়েন পর্তুগিজ সুপারস্টার। আন্তর্জাতিক বিরতি শেষে সৌদি আরবে ফিরে ক্লাব সতীর্থদের সঙ্গে রেকর্ড উদযাপন করলেন পাঁচটি ব্যালন ডি’অরের মালিক।
গত ২৩শে মার্চ লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে লিখটেনস্টাইনের মুখোমুখি হয় পর্তুগাল। সেই ম্যাচেই মাঠে নেমে কুয়েতের বাদের আল মুতায়াকে ছাড়িয়ে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। আল মুতাওয়া ১৯৬টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেন। ইউরো বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৯৮তম ম্যাচটি খেলেন রোনালদো। ইন্টারন্যাশনাল ব্রেক শেষে আল নাসর এফসিতে ফিরেছেন পর্তুগিজ সুপারস্টার। গত ৩১ মার্চ সতীর্থদের সঙ্গে কেক কেটে নিজের সেই রেকর্ড উদযাপন করেছেন রোনালদো। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আল নাসর ফরোয়ার্ড লিখেছেন, ‘আমার সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হওয়ার রেকর্ড উদযাপন করায় আল নাসর এবং আমার সতীর্থদের ধন্যবাদ।’
একই দিনে রোনালদোর ক্লাব সতীর্থ অ্যারাবিয়ান উইঙ্গার আব্দুল রহমান গারিবের ২৫তম জন্মদিন উপলক্ষ্যেও কেক কাটা হয়।
গত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় আল মুতাওয়ার পাশে বসেছিলেন রোনালদো। ১৯৫ ম্যাচ খেলে এই তালিকার তিনে মালয়েশিয়ার সোহ চিন আন। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মিশরের আহমেদ হাসান (১৮৪), ওমানের আহমেদ মোবারক (১৮৩) এবং স্পেনের সার্জিও রামোস (১৮০)। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ১৭৩টি।