অনলাইন
শামসুজ্জামানের মুক্তির দাবিতে জাবির প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫০ পূর্বাহ্ন

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় গ্রেপ্তার দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি করা হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। যেখানে লেখা রয়েছে, ফ্রি শামস, জার্নালিজন ইজ নট অ্য ক্রাইম, অ্যাবলিশ ডিএসএ ইত্যাদি। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো নাগরিক অধিকার হরণকারী আইন বাতিল করতে হবে। উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবসে এক প্রতিবেদন প্রকাশের জেরে শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দু’টি মামলা হয়। মামলার আগে শামসুজ্জামানকে তুলে নেয়ার অভিযোগ উঠে। পরবর্তীতে বৃহস্পতিবার ৩৪ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।