ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

আহলান-সাহলান মাহে রমজান

‘কোরআন তিলাওয়াতই সর্বশ্রেষ্ঠ ইবাদত’

আতিকুর রহমান নগরী
১ এপ্রিল ২০২৩, শনিবার
mzamin

বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াতে যে কেমন সওয়াব তা আমাদের কারো অজানা নয়, তদুপরি স্মরণ করিয়ে দেয়াকে আমি ঈমানী দায়িত্ব মনে করি। কোরআন শিখা আর শিখানো যে কত মর্যাদা এবং ফজিলতের কাজ। এ সম্পর্কে মহানবী (সা:) ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে আর অন্যকে শিখায়’। অন্য রেওয়ায়তে বর্ণিত আছে যে, ‘কোরআন তিলাওয়াতই হচ্ছে- সর্বশ্রেষ্ট ইবাদত’। উপরোক্ত হাদিসের দ্বারা বিশুদ্ধ তিলাওয়াতই উদ্দেশ্য।

মোবারক এ মাহিনায় বেশি বেশি করে  কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, তাসবিহ্‌-তাহ্‌লিল, তাহাজ্জুদ-নফল সালাত আদায় করা একান্ত জরুরি। আমাদের কি কারো ইচ্ছা করে না যে আমিই সর্বোত্তম ব্যক্তি বিবেচিত হই। আর তা ঠিক তখনই সম্ভব হবে যখন নিজে বিশুদ্ধভাবে কোরআন শিখে অন্যকে শিখাবো। কোরআন নাজিলের এই মাসে পুণ্যভূমি সিলেটসহ সারা দেশে ‘মাদানিয়া কুরআন শিক্ষা বোর্ড, আঞ্জুমানে তালিমূল কোরআন, ফুলতলী  কোরআন শিক্ষা ট্রাস্ট, কোরআন শিক্ষা পরিষদসহ আরও অনেক বোর্ডের অধীনে দিবানিশি সহিহ্‌-শুদ্ধভাবে কোরআন প্রশিক্ষণের দার্‌স চলে। এছাড়াও প্রতিটি গ্রাম-গঞ্জে, শহর-বন্দরের আনাচে-কানাচে কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

আমাদের এই শহরের বিভিন্ন মসজিদে দেখা গেছে ‘সিলেট সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডের মসজিদে কোরআন প্রশিক্ষণের যে ব্যবস্থা করা হয় তা সত্যিই কোরআন প্রেমের উজ্জ্বল নিদর্শন। অতএব; আমাদের করণীয় হবে, আমরা নিজে প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হয়ে এবং নিজ জিম্মায় নিজেদের ছেলেমেয়ে, ভাইবোন নিকটাত্মীয়দের পাঠিয়ে আল্‌-কোরআনের মহান শিক্ষা অর্জন করে দুনিয়া ও আখেরাতের অফুরন্ত নেয়ামত এবং অশেষ কামিয়াবি হাসিল করুন।

বিজ্ঞাপন
আল্লাহ্‌ যেন আমাদের সবাইকে ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আমিন।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status