শেষের পাতা
বিএনপি’র অবস্থান কর্মসূচি আজ
স্টাফ রিপোর্টার
১ এপ্রিল ২০২৩, শনিবারদাবি আদায়ে রমজানেও কর্মসূচি পালন করছে বিএনপি। আজ জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো। বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে বিএনপি। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত-দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান বক্তব্য রাখবেন।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি হবে। ঢাকার বাইরে বিভিন্ন জেলা, মহানগরে আয়োজিত অবস্থান কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।