শেষের পাতা
এলাকায় চাঁদাবাজি বন্ধে এমপি’র জরুরি বিজ্ঞপ্তি জারি
কাজী সোহাগ
১ এপ্রিল ২০২৩, শনিবার
নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন এক এমপি। চাঁদাবাজরা এসব কাজে তার নাম ব্যবহার করায় ক্ষিপ্ত হয়েছেন তিনি। ঘটনাটি ঢাকা-৫ আসনের। ওই এলাকার এমপি কাজী মনিরুল ইসলাম মনু গত ২৮শে মার্চ জনসাধারণ, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওই জরুরি বিজ্ঞপ্তি জারি করেন। নিজের সংসদ সদস্যর প্যাডে জারি করা বিজ্ঞপ্তিতে তিনি লেখেন- এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা-৫ আসনের অন্তর্গত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই দলীয় পরিচয় বা আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে সংশ্লিষ্ট কেউ জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পারে না এবং তাদের সঙ্গে আমারো কোনো ধরনের সম্পর্ক নেই। এমতাবস্থায় কেউ আমার পরিচয় ব্যবহার করলে তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ রইলো। নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে সংসদ সদস্যের প্যাডে এ ধরনের জরুরি বিজ্ঞপ্তির নজির অতীতে নেই বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে কাজী মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, আমার নাম ভাঙিয়ে যেসব ভূমিদস্যু তৎপরতা চালাচ্ছেন, রাস্তায় হকারদের বসিয়ে যারা টাকা নিচ্ছেন আবার যারা চাঁদাবাজি করছেন তাদের উদ্দেশ্যে ওই জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পাঠকের মতামত
A government within a government!