ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

শেষের পাতা

এলাকায় চাঁদাবাজি বন্ধে এমপি’র জরুরি বিজ্ঞপ্তি জারি

কাজী সোহাগ
১ এপ্রিল ২০২৩, শনিবারmzamin

নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন এক এমপি। চাঁদাবাজরা এসব কাজে তার নাম ব্যবহার করায় ক্ষিপ্ত হয়েছেন তিনি। ঘটনাটি ঢাকা-৫ আসনের। ওই এলাকার এমপি কাজী মনিরুল ইসলাম মনু গত ২৮শে মার্চ জনসাধারণ, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওই জরুরি বিজ্ঞপ্তি জারি করেন। নিজের সংসদ সদস্যর প্যাডে জারি করা বিজ্ঞপ্তিতে তিনি লেখেন- এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা-৫ আসনের অন্তর্গত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী  সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই দলীয় পরিচয় বা আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে সংশ্লিষ্ট কেউ জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পারে না এবং তাদের সঙ্গে আমারো কোনো ধরনের সম্পর্ক নেই। এমতাবস্থায় কেউ আমার পরিচয় ব্যবহার করলে তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ রইলো। নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে সংসদ সদস্যের প্যাডে এ ধরনের জরুরি বিজ্ঞপ্তির নজির অতীতে নেই বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে কাজী মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, আমার নাম ভাঙিয়ে যেসব ভূমিদস্যু তৎপরতা চালাচ্ছেন, রাস্তায় হকারদের বসিয়ে যারা টাকা নিচ্ছেন আবার যারা চাঁদাবাজি করছেন তাদের উদ্দেশ্যে ওই জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞাপন
তাদেরকে কেউ কিছু বলতে গেলেই তারা বলে আমরা এমপি সাহেবের লোক। এজন্য আমি প্রশাসনকে বলেছি আমার নাম ভাঙিয়ে কেউ কিছু করলে তাৎক্ষণিক তাকে ধরবেন। আমাকে তারা একেবারে জ্বালায় মারতেছে বুঝলেন ভাই। সব জায়গায় একেবারে চাঁদাবাজি করা হচ্ছে। জরুরি বিজ্ঞপ্তি দেয়ার পর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মাত্র ২ দিন হলো এটা দিয়েছি। তবে ভূমিদস্যুরা একটু এ্যালার্ট হয়েছে বলে মনে হচ্ছে। যারা রাস্তাঘাট থেকে চাঁদা তুলে, হকারদের কাছ থেকে টাকা নেয়, টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা তোলে এদের পেছনে শক্ত লোক আছে বুঝলেন। তাদেরকে কে যে মদদ দেয় তা আমি জানি না। এর মধ্যে দলীয় লোকেরা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, যারা চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে এরা কোনোদিন কোনো দলের না। যখন যে ক্ষমতায় থাকে তাদের নাম ভাঙিয়ে এসব কাজ করে। কাজী মনিরুল ইসলাম মনু ২০২০ সালের ৬ই মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে শূন্য আসনে একই বছরের ১৭ই অক্টোবর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৬ সাল থেকে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। ২০০৩ সালে বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৭৭ সালে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ড  থেকে ১ বার ও ৮৭ নম্বর ওয়ার্ডের ২ বার কাউন্সিলর নির্বাচিত হন।  

 

পাঠকের মতামত

A government within a government!

Nam Nai
৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:২৮ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status