খেলা
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ
আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৩, শনিবার
আবুধাবিতে টানা দুই হারে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে টানা তিন জয়ে শিরোপা কুড়ালো টাইগার যুবারা। বৃহস্পতিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আফগানদের ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আবুধাবির টলেরেন্স ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ে যাওয়া আফগানদের মাত্র ১৩৭ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। জবাবে মাত্র ২৩.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় লাল-সবুজের দল। ফাইনালের নায়ক মাহফুজুর রহমান। ১০ ওভারের স্পেলে ২৯ রান দিয়ে ৬ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যুব ওয়ানডেতে ৬ উইকেটের স্বাদ পেলেন মাহফুজ। ২০১৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে সমান সংখ্যক উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে ২৮ রান তোলে আফগানিস্তান।