খেলা
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ
আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৩, শনিবার
আবুধাবিতে টানা দুই হারে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে টানা তিন জয়ে শিরোপা কুড়ালো টাইগার যুবারা। বৃহস্পতিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আফগানদের ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আবুধাবির টলেরেন্স ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ে যাওয়া আফগানদের মাত্র ১৩৭ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। জবাবে মাত্র ২৩.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় লাল-সবুজের দল। ফাইনালের নায়ক মাহফুজুর রহমান। ১০ ওভারের স্পেলে ২৯ রান দিয়ে ৬ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যুব ওয়ানডেতে ৬ উইকেটের স্বাদ পেলেন মাহফুজ। ২০১৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে সমান সংখ্যক উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে ২৮ রান তোলে আফগানিস্তান। ষষ্ঠ ওভারে হিজবুল্লাহ দোরানিকে বোল্ড করে বাংলাদেশকে ব্যাকথ্রু এনে দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরোনোর পর দ্রুত ৪ উইকেট হারায় আফগানরা। ওয়াফিউল্লাহ তারাখিলকে বোল্ড করে তাণ্ডব শুরু করেন মাহফুজ। নিজের পরের দুই ওভারে তিনি ফিরিয়ে দেন সোহেল খান ও কাময়ান হোতাককে। ৬০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। দলের বিপদে ৫৪ রানের জুটিতে দলের স্কোর একশ’ পার করেন মোহাম্মদ হারুন ও খালিদ তানিওয়াল। এরপরই মাহফুজ পরপর দুই বলে খালিদ ও ফরহাদ ওসমানিকে বোল্ড করে পাঁচ উইকেট পূরণ করেন। এরপর লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইয়ামা আরবকে। আর একই ওভারে হারুন ও বশির আহমেদকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন রাফি। আফগানদের ইনিংসে সর্বোচ্চ রান করেন হারুন। ৬২ বলে ৭ চারে তার ব্যাট থেকে আসে ৬৫ রান। রান তাড়ায় ১৩ বলে ৩ চারে ১৭ রান করে বিদায় নেন আশিকুর রহমান। জিশান আলম ১৯ বলে ৭ চারে করেন ৩৫ রান। এরপর তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। ৩৩ বলে ২২ রান করে আরিফুল আউট হন। ওপেনার রিজওয়ান ৪৯ বলে ৫ চার ও এক ছক্কায় করেন ৪৩। বাকিটা সারেন অধিনায়ক আহরার আমিন ও মোহাম্মদ শিহাব।