অনলাইন
মৌসুমীর শেষ ইচ্ছা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৪ অপরাহ্ন

নায়িকা মৌসুমী সম্প্রতি এক টিভি সাক্ষাতকারে হজ করাসহ নিজের বেশ কিছু ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত আলেম শায়খ আহমাদুল্লাহ। এতে তিনি লিখেছেন, অভিনয় জীবনের ত্রিশটি বছর পার করার পর বাংলাদেশের সুপরিচিত এক অভিনেত্রী দর্শকদের কাছে অনুরোধ করেছেন, যাদের কাছে তার ‘ধুমধাড়াক্কা’ ছবি (সিনেমা) সংরক্ষিত আছে, মৃত্যুর পর সবাই যেন তা ডিলিট করে দেয়।
তাছাড়া মৃত্যুর পর তার লাশ যেন কেউ না দেখে, দ্রুত গোপনে যেন তাকে দাফন করা হয়—এমন অনুরোধও ব্যক্ত করেছেন তিনি।
গত কয়েক বছর ধরে এদেশের সর্বসাধারণের মধ্যে দীন পালনের যে আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে, এই ঘটনা তারই ধারাপরম্পরা।
আলোচিত এই নায়িকা স্টুডিওতে বসে ক্যামেরার সামনে যখন কথাগুলো বলেন, তখন ক্যামেরার পেছনে কোনো ক্যামেরাম্যান ছিল না। নায়িকাকে নির্জনে বিশেষ কিছু বলবার জন্যে উপস্থাপক বেরিয়ে গিয়েছিলেন স্টুডিও থেকে।
এমন একান্ত মুহূর্তে গভীরভাবে লালন করা আত্মগত বিশ্বাসই মানুষ নিবিড়ভাবে ব্যক্ত করে। যেন নিজের সঙ্গে নিজের গোপন বিশ্বাসের কথা বলা। নায়িকার এই উপলব্ধিকে আমরা স্বাগত জানাই।
নারী-স্বাধীনতার মুখরোচক স্লোগানে আত্মহারা হয়ে অনেক বোন নারিত্বের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। যাকে তারা মুক্তির উজ্জ্বল দীপশিখা ভেবে উন্মত্ত হন, দিন শেষে বুঝতে পারেন, আসলে তা অগ্নিগহ্বর ছাড়া কিছু নয়। কিন্তু সেই উপলব্ধি আসতে আসতে জীবনের অনেক কিছুই তারা হারিয়ে ফেলেন। আলোচিত নায়িকা তার উৎকৃষ্ট উদাহরণ।
প্রিয় বোন, এমন ক্যারিয়ার গড়বেন না, যেখান থেকে দীনে ফিরে আসাটা দুর্গমগিরি কান্তার মরু পাড়ি দেয়ার মতো কঠিন হয়ে যায়।
লাইফস্টাইল ও ক্যারিয়ার বাছাইয়ে সতর্ক না হলে হয়তো এমন দিন আসবে, যখন আপনার বোধোদয় হবে, কিন্তু পৃথিবীর বুক থেকে আপন পাপের চিহ্ন মুছে ফেলতে পারবেন না।
সেদিন আপনার আফসোসই বাড়বে শুধু।
।পাঠকের মতামত
আল্লাহ তাআলা মহান। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ সবার নেক ইচ্ছা কবুল করুন। আমীন
আত্ম উপলব্দির চাইতে বড় শিক্ষা আর কিছু নেই। আপনার ফিরে আসাকে স্বাগত জানাই।
Whomever Allah SWT. wants to guide to his way he can. This is almighty Allah SWT. May Allah SWT. guide all of us and keep us in his way. People must respect her wishes.
মহান আল্লাহ্ ওনাকে ক্ষামা ও কবুল করুন, আমিন। আমরা যারা না জেনে অনেক পাপ করছি তাদের কেও যেন মহান এই মৌসুমি বোনের মত হেদায়াত দান করেন, আমিন♦