অনলাইন
জেসমিনের মৃত্যুর ঘটনায় র্যাবের ১১ সদস্য ‘ক্লোজড’
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৯ অপরাহ্ন

নওগাঁয় সুলতানা জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত র্যাব সদস্যদের র্যাব-৫ এর সদর দপ্তরে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাটালিয়নে ফেরত পাঠানো হবে নাকি রাজশাহী-৫ এর সদর দপ্তরে নিযুক্ত করা হবে তা পরে সিদ্ধান্ত নেবে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। দায়িত্বে থাকা ১১ জনের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর, পুলিশের এএসপিসহ গাড়িচালকও রয়েছেন। র্যাব সদর দপ্তরের গঠিত একটি তদন্ত কমিটি এখন রাজশাহীতে অবস্থান করছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মানবজমিনকে জানান, গত ২২শে মার্চ ওই অভিযানে যারা ছিলেন, সেই ১১ জনকে তদন্তের প্রয়োজনে র্যাব-৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে ডাকা হয়েছে। ওই ঘটনা তদন্তে র্যাব সদর দপ্তর গঠিত কমিটি এখন রাজশাহীতে অবস্থান করছে। কমিটি এই অভিযানে যুক্ত প্রত্যেক র্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে গত ২২শে মার্চ নওগাঁ থেকে র্যাব আটক করে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনকে। আটকের চার ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় র্যাব। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানে তার মৃত্যু হয়।
পাঠকের মতামত
ক্লোজ করা হচ্ছে ঔপনিবেশিক আমলের আই ওয়াশ করার পদ্ধতি। এটাকে শাস্তি বলে অভিহিত করে জনগণকে ধোঁকা দেয়া হচ্ছে। বিচারবিভাগীয় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদনে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফৌজদারি করতে হবে।
সচিব র অভিযোগে RAB মহিলাকে arrest করছে কিনতু অভিযোগটা কি
এ ক্ষেত্রে দেখা যায় দোষ র্যাবের একজন ব্যক্তির কথায় কেন তাকে আটক করলো?RAB বলতে পারতো নিয়মের বাইরে আমরা কিছু করতে পারিনা।যুগ্ম-সচিব এত বড় পজিশন কিভাবে বলল।যুগ্মসচিবের কোন খারাপ উদ্দেশ্য ছিল?সত্য বের করতে যা যা করার তাই করা উচিত!
Rab কি সততার সাথে এই তদন্তে নেমেছেন, না কি আমেরিকার ইম্পোজ এর ভয়ে কাজ করিতেছেন ?
যুগ্মসচিব এনামুলের কি শাস্তি হবে? শুধুকি RAB এর দোষ?
প্রথম আলোর সাংবাদিক কে তদন্তের স্বার্থে জামিন না দিয়ে জেলে রাখা হয়েছে। এই ক্ষেত্রে তদন্তের স্বার্থে কি পদক্ষেপ নেয়া হচ্ছে?
নাই উপযুক্ত প্রশিক্ষণ,দুর্বল কমান্ড,দরিদ্রতম শিক্ষা,এর জন্য দায়ী
RAB বা অন্য কোন সরকারি সংস্থার কর্মকর্তা বা করমচারির সরাসরি অপরাধের জন্য ক্লোজ করা কোন শাস্তির মধ্যে পরে না। এদের অপরাধের জন্য সরাসরি আইনের আওতায় আনা উচিৎ। ধন্যবাদ
নারায়ণগঞ্জ মত হবে আর কি? জেসমিন মারা গেল ওরা ১২ (র্যাব১১ ও যুগ্ন সচিব) কিছু হবে না।
শুধু ক্লোজড করাই যথেষ্ট হবে না। এ ঘটনাকে কেন্দ্র করে জনমনে বেশ কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে। যেসব প্রশ্নের সমাধান দিতে প্রয়োজন স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে ঘটনার যৌক্তিক পরিসমাপ্তি ঘটানো। মনে রাখা দরকার দৈহিক ক্ষতের চেয়ে মানসিক ক্ষতের গভীরতা অনেক বেশী।