অনলাইন
সুপ্রিম কোর্ট বারের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৯ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ। বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে এক তলবি সভায় এই ঘেষাণা দেয়া হয়। সভায় গত ১৫ ও ১৬ই মার্চ সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি উল্লেখ করে আগামী ১৪-১৫ই জুন বারের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ব্যারিস্টার এম আমির-উল ইসলাম বলেন, বাংলাদেশের প্রত্যেকটা বারের সদস্যরা আজ প্রশ্ন তুলছে, আজ সুপ্রিম কোর্ট বারের এ অবস্থাটা কি করে হলো। সেজন্য সুপ্রিম কোর্ট বারের দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যে কলঙ্ক লেপন করেছে। এই কলঙ্ক মুছে যাবে না। সেই কলঙ্ক মুছার কাজটা অতিসত্বর করা প্রয়োজন বলে মনে করেন না? দ্বিতীয় হচ্ছে আমাদের ডিগনিটি অব দি ল’ইয়ার ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এই ডিগনিটি সমিতির সবার জন্য আমাদের রক্ষা করতে হবে। এবং যে সংকট সৃষ্টি হয়েছে আগামী নির্বাচনে আমি আশা করি সেই সংকট অতিক্রম করে আমরা একটি স্বাধীন বার এসোসিয়েশন করবো।
তলবি সভায় ঘোষণা করা হয়, ১লা এপ্রিল থেকে সুপ্রিম কোর্ট বার অফিস সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির এবং সেক্রেটারি আবদুন নুর দুলালের আদেশে কাজ করবে না।
দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১নং হলরুমে সুপ্রিম কোর্ট বার সমিতির সংবিধানের অনুচ্ছেদ ১৭(৩)(এ) অনুযায়ী সদস্যদের তলবি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক আলহাজ গিয়াস উদ্দিন আহমেদসহ সভায় সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ কয়েকশ’ আইনজীবী উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়?
সঠিক সিদ্ধান্ত হয়েছে। কারন বিবেক বলে একটি কথা আছে। বিচার ব্যবস্থাকে এভাবে ধ্বংশ হতে দেয়া যায় না।
সঠিক সিদ্ধান্ত। এখান থেকেই গনতন্ত্রের যাত্রা শুরু হোক
Dear All Advocates, Come back and save your Bar Association. What's happening in the Supreme coat premises since last few months at highest judicial coat area. we are ashamed for these consequences one after one. please Come together under an Umbrella for the save your community's prestige' and honored in our Country. Thanks to all Advocates society.
এরকম জোর করে নির্বাচনে জয় লাভ করে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এটাই বুঝিনা !!!
We are proud of your decision. Thanks Sir.
উল্লেখিত দিনে গত ১৫ ও ১৬ই মার্চের ঘটনা ঘটাবে না, সেটার নিশ্চয়তা কে দিবে?
সঠিক সিদ্ধান্ত।
সঠিক সিদ্ধান্ত। এখান থেকেই গনতন্ত্রের যাত্রা শুরু হোক।
আইনজীবীরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনী লড়াই করে থাকেন । অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বারের আইন জীবীরাই (তাদের নেতা নির্বাচনে ) নিজেদের কি চমৎকার রুপটাই না দেখালেন এটা সত্যিই জাতির জন্য কলঙ্ক জনক । ধন্যবাদ জনাব আমির উল ইসলাম সহ অন্যান্য আইন জীবী নেতাদের ।
বিজ্ঞ সুপ্রিম কোর্ট সম্পর্কে মন্তব্য না করাই ভালো। কারণ সেখানে আইনের বিচার বিশ্লেষণ করা হয়।
সঠিক সিদ্ধান্ত। ধন্যবাদ।
সবাই গায়ে তেল মেখে আসবেন আশাকরি, ব্যাথা কম লাগবে ! হাহাহা !!
দেশের সর্বোচ্চ অইন অঙ্গনে যে কালো অধ্যায়ের সূচনা হয়েছে, তা মোচনের কিচুটা কাজ হবে বলে আশা করি
Great decision ! সুফ্রিম কোর্ট বারের মান মর্যাদা রক্ষারথে এই সিদ্দান্ত দরকার ছিল ।
তাহলে এই গোয়ার্তমি ইলেকশনের কি প্রয়োজন ছিল।
এমন একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞ আইনজীবীদের ধন্যবাদ জানাই।
It's right time right decision thanks
খবর টা পড়ে ভালো লাগলো। তবে দেশের উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গের ভোটের হালাত যদি এই হয় তবে কিইবা বলার থাকে।
বিবেক এখনও মরেনি।