বাংলারজমিন
ফটিকছড়িতে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পূর্ব শত্রুতার জের ধরে জনৈক নিকাশ চন্দ্র দে ও তার পরিবারকে দেশীয় অস্ত্র ও একটি এলজি দিয়ে ফাঁসাতে গিয়ে মো. নাছির ও সজল কান্তি দে নামের দু’জন নিজেরাই ফেঁসে গেছেন। গত মঙ্গলবার রাত ৩টার দিকে ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউপির ২নং ওয়ার্ডস্থ পূর্ব মাতাব্বর পাড়ার জনৈক নিকাশ চন্দ্র দে’র বসতবাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাত ৩টার দিকে নাছিরের মাধ্যমে জানতে পারি নিকাশ চন্দ্র দে’র বাড়িতে দেশীয় অস্ত্রসহ একটি এলজি রয়েছে। সংবাদদাতা নাছিরের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে অপর আসামি সজল কান্তি দে জানায়, তার প্রতিবেশী নিকাশ চন্দ্র দে এবং তাদের পরিবারের সঙ্গে জায়গা জমিসহ অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে মো. নাছিরের সহযোগিতায় নিকাশ দে’র ঘরের পেছনে একটি প্ল্যাস্টিকের ব্যাগের ভেতর একটি চাপাতি, দু’টি কার্তুজ ও একটি দেশীয় তৈরি অস্ত্র তারা লুকিয়ে রাখে। এসব অস্ত্রসস্ত্র দিয়ে নিকাশ ও তার পরিবারকে ফাঁসাতে চেষ্টা করে নাছির ও সজল। পরে ঘটনাস্থল থেকে সজল কান্তি দে এবং মো. নাছির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। মো. নাছির (প্রকাশ: নুনুইয়া) (৩৫) হারুয়ালছড়ি ইউপির পূর্ব করিম বলির পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে এবং সজল কান্তি দে (৫৮) মাতাব্বর পাড়া মৃত তেজেন্দ্র কুমার দে’র ছেলে। তাদের দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভূজপুর থানার এসআই (নিরস্ত্র) মো. রাশেদুল হাসান। এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন পূর্ব শত্রুতার জের ধরে নিকাশের ঘরে অস্ত্রসস্ত্র রেখে ফাঁসাতে চেষ্টা করে নাছির ও সজল। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।