খেলা
বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে বাংলাদেশে
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো বাংলাদেশের মাটিতে খেলতে পারে পাকিস্তান- ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে দেয়া হয়েছে এমন খবর। এ ক্ষেত্রে নাকি ‘হাইব্রিড এশিয়া কাপে’র মডেলকে সমাধান হিসেবে ভাবছে আইসিসি। এবারের ওয়ানডে বিশ্বকাপ আসর বসবে ভারতে। কিন্তু পাকিস্তান দল ভারতে গিয়ে খেলতে রাজি নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে, এ রকম কোনো আলোচনার কথা তাদের জানা নেই। তিনি বলেন ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’ ভারতে গিয়ে খেলার ব্যাপারে এত কঠোর অবস্থানে ছিল না পাকিস্তান। এই অবস্থানটা তারা নিয়েছে পরে। ওয়ানডে বিশ্বকাপের আগেই এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয়। নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ কিংবা নিজেদের ম্যাচগুলো খেলতে চায় ভারত। এই সিদ্ধান্তের কথা ভারত জানিয়ে দিয়েছে অনেক আগেই। এর পাল্টা হিসেবেই পাকিস্তানও তখন বলে দেয়, এশিয়া কাপ খেলতে ভারতীয় দল তাদের দেশে না গেলে পাকিস্তান দলও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘকাল ধরে বৈরী। এর প্রভাব ক্রিকেটীয় সম্পর্কেও পড়েছে। দুই দল সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১২-১৩ মৌসুমে, পাকিস্তান দল ভারতে গিয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এর পর শুধু আইসিসির টুর্নামেন্টেই পরস্পরের বিপক্ষে খেলে দু’দল। গতকাল ক্রিকইনফোর অন্য এক প্রতিবেদনে বলা হয়, ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে আয়োজনের কথা আলোচনা হয়েছে আইসিসিতে দুই দেশের মধ্যে। আনুষ্ঠানিক কোনো সভায় নয়, ভারত-পাকিস্তান দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা হয়েছে বলে লিখেছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমও। এর আগে আইসিসির জেনারেল ম্যানেজার এবং পিসিবির সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খাঙ্গো পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার মনে হয় না যে ভারতে (ওয়ানডে বিশ্বকাপের) ম্যাচ খেলবে পাকিস্তান। আমার ধারণা, পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেমনটা এশিয়া কাপে ভারতের ক্ষেত্রে হবে।’