খেলা
বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে বাংলাদেশে
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো বাংলাদেশের মাটিতে খেলতে পারে পাকিস্তান- ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে দেয়া হয়েছে এমন খবর। এ ক্ষেত্রে নাকি ‘হাইব্রিড এশিয়া কাপে’র মডেলকে সমাধান হিসেবে ভাবছে আইসিসি। এবারের ওয়ানডে বিশ্বকাপ আসর বসবে ভারতে। কিন্তু পাকিস্তান দল ভারতে গিয়ে খেলতে রাজি নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে, এ রকম কোনো আলোচনার কথা তাদের জানা নেই। তিনি বলেন ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’ ভারতে গিয়ে খেলার ব্যাপারে এত কঠোর অবস্থানে ছিল না পাকিস্তান। এই অবস্থানটা তারা নিয়েছে পরে। ওয়ানডে বিশ্বকাপের আগেই এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে।