ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

সীতাকুণ্ডে জায়গা দখলকে কেন্দ্র করে নারীসহ আহত ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

সীতাকুণ্ডে আদালতে মামলা থাকার পরও সন্ত্রাসী বাহিনী দিয়ে সীতাকুণ্ডের ছোটকুমিরা, হিঙ্গুরী পাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের্^ জায়গা দখলকে কেন্দ্র করে ২ মহিলাসহ ৫ জন আহত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকাল ৭টায় সন্ত্রাসী হোসেন ইদ্রিছের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘেরা বেড়া দিয়ে জায়গা দখল উদ্দেশ্য কাজ শুরু করে। এদিকে আদালতে দায়েরকারী মামলার বাদী মামুনের ফুপু লিপি ও তার স্ত্রী সুবর্ণা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে এলোপাতাড়ি মারধর করে আহত করে এবং তাদের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় সেলিম আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলো- মামুন, নোমান, দুলাল, লিপি, সুবর্ণা। এদিকে আহত ফুপু লিপি মানবজমিনকে জানান, আমার ভাতিজা মামুন ট্রিপল ৯৯৯-এ ফোন করলে সীতাকুণ্ড থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এরমধ্যে সন্ত্রাসীরা আমাদের জায়গাটি টিনের ঘেরা দিয়ে দখল করে ফেলে এবং তারা আমাদের জায়গার উপর রোপণকৃত বড় বড় গাছগুলো কেটে নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত হোসেন ইদ্রিছকে মুঠোফোনে কল দিলে সংযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া সীতাকুণ্ড থানার এস আই মো. রিদোয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status