খেলা
এক ম্যাচ বাকি রেখেই সিরিজ বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৬ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৭৭ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং শেষে আয়ারল্যান্ডকে ২০৩ রানের টার্গেট দেয় সাকিব আল হাসানের দল। জবাবে ১২৯/৯-এ শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ । চার ওভারের স্পেলে ২২ রানে পাঁচ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব। আর চার ওভারে ২৭ রানে তিন উইকেট নেন পেস তারকা তাসকিন আহমেদ।
পাঠকের মতামত
এই এক জাগ্রত, অপ্রতিরোধ্য বাংলাদেশকে দেখছে পুরো বিশ্ব........ জয় সত্যি আনন্দের। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।টি টোয়েন্টি দুইশত রান আসলেই কোনো বেপার না, কিন্তু আমাদের বাংলাদেশের কাছে যা ছিল এতদিন দূর্বেধ। সেটাই আজ আমাদের জন্য সহজ.......ছেলেরা একটু চেষ্টা করলেই যে পারে সেটাই দেখলাম আমরা সহ পুরো জাতি। আয়ারল্যান্ড কদিন আগেও ইংল্যান্ড কে হারিয়েছে, সেই দেশটার বিরুদ্ধে আমাদের সিরিজ জয়..........অনেক বড় অর্জন।