ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

নূরে আলম সিদ্দিকী ছাত্র রাজনীতির ঐতিহাসিক নায়ক: আ স ম রব

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৭ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, স্বাধীনবাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। 
বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনগুলোতে নূরে আলম সিদ্দিকী ছিলেন অন্যতম ঐতিহাসিক চরিত্র। সংগ্রামের গতিপ্রকৃতি ব্যাখ্যা করে পাণ্ডিত্যপূর্ণ ভাষায় উপস্থাপন করায় তিনি ছিলেন অসাধারণ একজন বাগ্মী। নূরে আলম সিদ্দিকী ৬০ দশকের বিপুল গণজাগরণের অন্যতম ভাষ্যকার। ২ মার্চ পতাকা উত্তোলন, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ এবং ২৩ মার্চসহ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ও ছাত্রলীগের অনেক ঐতিহাসিক কৃতিত্বের অন্যতম অংশীদার। 
আ স ম রব বলেন, নূরে আলম সিদ্দিকী ছিলেন তুখোর ছাত্রনেতা ও সর্বজনপ্রিয় 'চার খলিফার' অন্যতম সারথি। তৎকালীন ছাত্রলীগের রাজনীতির সুমহান গৌরব ও তাৎপর্যের অন্যতম ঐতিহাসিক নায়ক ছিলেন তিনি। তার মৃত্যুতে দেশ একজন সংগ্রামী ও গণতন্ত্রের আপসহীন পূজারীকে হারালো। এই ক্ষতি পূরণযোগ্য নয়। যতদিন বাংলাদেশের অস্তিত্ব  বিরাজমান থাকবে ততদিন নূরে আলম সিদ্দিকীও জাতির অস্তিতে গ্রথিত হয়ে থাকবেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার এবং পরিজনের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন জেএসডি সভাপতি।

 

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status