ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

জুতো না কেক ?

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

mzamin

বলিউড অভিনেত্রী করিনা কাপুর মুম্বাইতে ফিজি গবলেট নামে এক জুতোর ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সেখানে গিয়ে রীতিমতো ভিরমি খেলেন। এমনিতেই জুতো এবং ব্যাগের প্রতি দুর্বলতা রয়েছে অভিনেত্রীর। তাই  ওই ব্র্যান্ডের শোরুমে গিয়ে তাদের নতুন কালেকশন ঘুরে দেখছিলেন কারিনা। ডিজাইনের তারিফও করেন বেশ। তবে ভিরমি খেলেন যখন তিনি কেক কাটতে গেলেন। দেখলেন টেবিলের ওপর সাজানো রয়েছে জুতো আকৃতির একটি কেক। এটি আসল না নকল খালি চোখে দেখে প্রথমে বোঝাই যাচ্ছিলো না । এই হাইপার-রিয়ালিস্টিক কেক ইন্টারনেট ব্যবহারকারীদেরও বিভ্রান্ত করেছে । ওই ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে  কারিনার সামনে একটি টেবিলে কোম্পানির একটি আসল জুতো এবং ঠিক তার মতো দেখতে একটি কেক রাখা ছিলো।  কোনটি আসল কেক তা বুঝতে রীতিমত হিমশিম খেয়ে যান তিনি।

বিজ্ঞাপন
তারপরে বুঝতে পেরেই হেসে গড়িয়ে পড়েন । দুটি এতটাই অভিন্ন ছিলো  যা দেখে মুগ্ধ হয়ে যান কারিনা । অবশেষে হাতে ছুরি নিয়ে  নিঃসংকোচে কেক কাটেন।  প্রেস মিটে মজা করে সবাইকে বলেন  “আমি এটা খেতে ভয় পাচ্ছিলাম ”। যদিও পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী  লিখেছেন, "কেকের কাছে স্যান্ডেল রাখা অস্বাস্থ্যকর।'' অন্য আরেকজন অবশ্য লিখেছেন  "আমরা কি সমালোচনা ছেড়ে একটু সময় নিয়ে কেক তৈরির প্রশংসা করতে পারি?" কারিনাকে এখন প্রায়শই বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনে দেখা যাচ্ছে। আফ্রিকায় এক সপ্তাহের পারিবারিক সফর শেষে গত সপ্তাহে মুম্বাই ফিরেছেন তিনি। ছুটিতে স্বামী সাইফ আলী খান এবং তাদের দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরও ছিল । কারিনাকে শেষ দেখা গিয়েছিল আমির খানের সঙ্গে 'লাল সিং চাড্ডা' ছবিতে। ভক্তরা তাকে রিয়া কাপুরের আসন্ন ছবি 'দ্য ক্রু'-এ আবার দেখতে পাবেন। ছবিতে কারিনা ছাড়াও অভিনয় করেছেন কৃতি শ্যানন, দিলজিৎ দোসাঞ্জ এবং টাবু। তার ঝুলিতে  সুজয় ঘোষের পরবর্তী থ্রিলার ছবিটিও  রয়েছে যা 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স' বইয়ের উপর ভিত্তি করে নির্মিত। এছাড়াও পাইপলাইনে রয়েছে  পরিচালক হানসাল মেহতার ছবি, যদিও তার নাম এখনো ঠিক হয়নি।  

সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status