অনলাইন
জুতো না কেক ?
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

বলিউড অভিনেত্রী করিনা কাপুর মুম্বাইতে ফিজি গবলেট নামে এক জুতোর ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সেখানে গিয়ে রীতিমতো ভিরমি খেলেন। এমনিতেই জুতো এবং ব্যাগের প্রতি দুর্বলতা রয়েছে অভিনেত্রীর। তাই ওই ব্র্যান্ডের শোরুমে গিয়ে তাদের নতুন কালেকশন ঘুরে দেখছিলেন কারিনা। ডিজাইনের তারিফও করেন বেশ। তবে ভিরমি খেলেন যখন তিনি কেক কাটতে গেলেন। দেখলেন টেবিলের ওপর সাজানো রয়েছে জুতো আকৃতির একটি কেক। এটি আসল না নকল খালি চোখে দেখে প্রথমে বোঝাই যাচ্ছিলো না । এই হাইপার-রিয়ালিস্টিক কেক ইন্টারনেট ব্যবহারকারীদেরও বিভ্রান্ত করেছে । ওই ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে কারিনার সামনে একটি টেবিলে কোম্পানির একটি আসল জুতো এবং ঠিক তার মতো দেখতে একটি কেক রাখা ছিলো। কোনটি আসল কেক তা বুঝতে রীতিমত হিমশিম খেয়ে যান তিনি।
সূত্র : হিন্দুস্থান টাইমস