অনলাইন
নূরে আলম সিদ্দিকী আর নেই
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

স্বাধীনতার অন্যতম সংগঠক, সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার প্রেস সচিব কবি ও বাচিক শিল্পী অনিকেত রাজেশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান। আজ সকাল ১০টায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেওয়া হবে।
সেখানে জানাজার পর বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। এ সময় নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে সমাহিত করা হবে, যোগ করেন অনিকেত রাজেশ।
সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি।
নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন নূরে আলম সিদ্দিকী।
।
পাঠকের মতামত
উনার মৃতদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়নি সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। অথচ এটা উনার প্রাপ্য ছিলো । আওয়ামী লীগকে তেল মারতেন না সে কারনে যদি এটা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক।
Rest in peace. Nation lost great son. Condolence with his family.
ইন্না-লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজেউন।
We are deeply shocked and pray Allah for rest in peace of his soul.
Innah lillahi wa innah lillahi rajeun . I pray to Almighty Allah for granting him Zannah. We lost a great leader as well as a freedom fighter.
এই মুক্তিযোদ্ধার জন্য আল্লাহর নিকট মার্জনা প্রার্থনা করি। বিগত পঞ্চাশ বছর তিনি মুক্তযুদ্ধের একই বয়ান অত্যন্ত আবেগপূর্নভাবে দিয়ে গেছেন।
He was a Great person and great politician of Bangladesh. Almighty Allah will keep him in the top place of Heaven insha'Allah. Ya Rabbul Alamein Aponi Amar DOA kobul korun. Ameen
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।