ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

সুজনও সাকিব-লিটনের আইপিএল খেলার পক্ষে, তবে...

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, বুধবার
mzamin

দেশের খেলা উপেক্ষা করে সাকিব আল হাসান-লিটন দাসদের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলার ছাড়পত্র দেয়া হবে না, এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এখন পর্যন্ত বোর্ড এই সিদ্ধান্তেই অটল রয়েছে। সাকিব-লিটনদের আইপিএল খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাব রাখলেও এই ব্যাপারে বোর্ডের বিপক্ষে যেতে চান না খালেদ মাহমুদ সুজন। সাকিব-লিটনের আইপিএল ইস্যুতে সোমবার কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজাও। সাবেক এই অধিনায়কের মতে, প্রতিপক্ষ আয়ারল্যান্ড হওয়ায় আইপিএল’র জন্য সহজেই সাকিব, লিটন ও মোস্তাফিজকে ছাড়তে পারে বিসিবি। সুজনও মনে করেন এমনটা। যদিও এই ব্যাপারে বোর্ডের বিপক্ষে মন্তব্য করছেন না তিনি। সুজনের চাওয়া, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তই যেন নেয় টিম ম্যানেজমেন্ট। অবশ্য প্রতিপক্ষ আয়ারল্যান্ড না হয়ে ইংল্যান্ড হলে, সাকিবদের আইপিএল-এ যাওয়ার পক্ষে থাকতেন না বিসিবি’র এই পরিচালক। সাবেক এই ক্রিকেটার আরও মনে করেন, সাকিব-লিটনদের আইপিএল-এ ছেড়ে দিয়ে আয়ারল্যান্ড সিরিজে তরুণদেরও পরখ করে দেখার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বোর্ডের ইস্যু। বোর্ড এটা নিয়ে একটা চিন্তা করেছে। ওদের সঙ্গে কীভাবে কথা হয়েছে তা আমি জানি না। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ, আমরা মনে করে আমরা যথেষ্ট শক্তিশালী দল। টেস্ট ম্যাচে আমরা যে দলই খেলাই না কেন আমরা ওদের সঙ্গে ভালো করবো। আমি ওদের (আয়ারল্যান্ড) ছোট করছি না। তবে এই কন্ডিশনে বা ওদের খেলোয়াড়দের দেখে আমার মনে হচ্ছে আমরা যথেষ্ট শক্তিশালী। সেক্ষেত্রে সাকিব-মোস্তাফিজ বা লিটন যদি নাও থাকে খুব যে বড় ক্ষতি হবে তা না। তারা অবশ্যই বাংলাদেশের  গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দেশ সবার আগে, এটা সত্যি কথা। আমরা সবাই বলি দেশ সবার আগে। যদি আমরা মনে করি আমাদের সেই সাহস বা আত্মবিশ্বাসটা থাকে, তাহলে হয়তো ওদের ছাড়লেও ছাড়তে পারে। সেটা অন্য জিনিস। অবশ্যই বিসিবি একটা অবস্থান নেবে। আমি বোর্ড পরিচালক হয়ে বিসিবি’র বিপক্ষে কখনোই বলতে পারবো না।’ আইপিএল’র এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন সাকিব ও লিটন। নিলাম থেকে সাকিবকে দেড় কোটি আর লিটনকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। এদিকে রিটেইন করায় দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন  মোস্তাফিজুর রহমান। আগামী ৩১শে মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল’র এবারের আসর। সে সময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। মাসখানেকের ব্যবধানে আইরিশদের বিপক্ষে তিন ওয়ানডে খেলতে ইংল্যান্ড যাবে তামিম ইকবালের দল। এসব বিবেচনায় ৮ই এপ্রিল থেকে ১লা মে সময় পর্যন্ত সাকিব, লিটন ও  মোস্তাফিজকে আইপিএল’র জন্য এভেইলেবল ঘোষণা করেছে বিসিবি। যদিও ক’দিন আগে পুরো আইপিএল খেলার জন্য অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের এই তিন ক্রিকেটার। অনুমতি পেলে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া ওয়ানডে সিরিজ মিস করবেন তারা। তবে সাকিব-লিটনদের পুরো আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status