খেলা
ভাসকেস আর ভিনিসিয়ুসকেও হারালো রিয়াল
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৪:২৭ অপরাহ্ন

মাঠে কিংবা মাঠের বাইরে, রিয়াল মাদ্রিদের দুঃসময়টা যেনো শেষই হচ্ছে না। চোট জর্জরিত অল হোয়াইট শিবিরে ফের এলো জোড়া ধাক্কা। শেষ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে চোট পেয়ে ছিটকে গেছেন দলের আক্রমণ ও রক্ষণভাগের দুই খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও লুকাস ভাসকেস।
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের ফিরতি এল ক্লাসিকোতে রোববার ৪-৩ গোলে হারে রিয়াল। বার্সার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে চোটে পড়েন ভিনি ও ভাসকেস। পরীক্ষা শেষে পরদিন এক বিবৃতিতে স্পেনের সফলতম দলটি জানায়, ভিনির বাঁ অ্যাঙ্কেল মচকে গেছে। আর ভাসকেস ভুগছেন বাঁ ঊরুর পেশির চোটে। তবে তাদের সুস্থ হয়ে উঠতে কতদিন লাগবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি বিবৃতিতে। স্প্যানিশ বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিকে। আর ভাসকেসের সেরে উঠতে সময় লাগতে পারে এক সপ্তাহ থেকে ১০ দিনের মতো। এতে করে লা লিগার বাকি ৩ ম্যাচেই হয়তো পাওয়া যাবে না তাদের। লীগে পরের ম্যাচে আগামীকাল রাতে মায়োয়ার্কাকে আতিথেয়তা দেবে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচে নিষেধাজ্ঞা ও চোট মিলিয়ে মোট ৯ শিষ্যকে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলোত্তি। চোটে পড়ে আগে থেকেই উজাড় হয়ে আছে দলের রক্ষণভাগ। এ তালিকায় আছেন দানি কার্ভাহাল, এদের মিলিতাও, ডেভিড আলাবা, অ্যান্টনিও রুডিগার, ফেরল্যান্ড মেন্ডি ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। আর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না আরেক মিডফিল্ডার অরেলিয়ে চুয়েমেনি।
যদিও শেষ ম্যাচ হেরে লীগ শিরোপার দৌড় কার্যত শেষ হয়ে গেছে রিয়ালের। ৩৫তম রাউন্ড শেষে দুইয়ে থাকা অল হোয়াইটদের পয়েন্ট ৭৫, ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে বার্সা। শেষ তিন ম্যাচে হান্সি ফ্লিকের ছেলেদের প্রয়োজন কেবল ২ পয়েন্ট। তাতেই ২৮তম লা লিগা শিরোপা উৎসবে মাতবে লামিন ইয়ামাল-রাফিনহারা। অন্যদিকে চলতি মৌসুম শেষে চুক্তির এক বছর আগেই ব্রাজিলে পাড়ি জমাচ্ছেন রিয়াল বস কার্লো আনচেলোত্তি। সোমবার এই ইতালিয়ান কোচকে নিজেদের ইতিহাসে প্রথম কোনো দীর্ঘমেয়াদি বিদেশি কোচ হিসেবে ঘোষণা দেয় ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সব ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপের আগে রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন তাদেরই সাবেক স্প্যানিশ মিডফিল্ডার শাবি আলোনসো।