খেলা
আজীবন মাদ্রিদ ভক্ত থাকবেন আনচেলোত্তি
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৯:২২ অপরাহ্ন

সদ্য ব্রাজিল জাতীয় ফুটবল দলে নিয়োগ পাওয়া কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘আমি সবসময়ই মাদ্রিদ ভক্ত থাকবো’। এর পাশাপাশি ৬৫ বছর বয়সী এ ইতালীয় কোচ জানান রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কখনও কোনও সমস্যা হয়নি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে তার রিয়াল থেকে আসন্ন প্রস্থান নিয়েও বড় কিছু করতে চান না তিনি। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সবার আগ্রহ বেড়েছে কবে রিয়াল ছাড়বেন আনচেলোত্তি।
এদিকে সোমবার ব্রাজিল আনচেলোত্তিকে তাদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেও রিয়াল থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বার্তা আসেনি। যদিও তারা তাদের নতুন কোচ হিসেবে বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার এবং মাদ্রিদ তারকা জাবি আলোনসোকে ২০২৮ সাল পর্যন্ত নিয়োগ দিয়েছে রিয়ালমাদ্রিদ।
এ বিষয়ে সোমবার বিবিসি স্পোর্টসকে আনচেলোত্তি বলেন, ‘কিছু জিনিস আছে যা আমি এখন ব্যাখ্যা করতে পারছি না। কারণ আমি মাদ্রিদে আছি এবং আমি জার্সিটিকে সম্মান করতে চাই। আগামী ২৬শে মে থেকে আমি ব্রাজিলের কোচ হবো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমার জন্য। তবে রিয়ালের সঙ্গে আমি দুর্দান্ত অ্যাডভেঞ্চারের শেষ অংশটি এখানেই ভালোভাবে শেষ করতে চাই।’
সমস্যার কারণেই কী রিয়াল ছাড়ছেন আনচেলোত্তি এ বিষয়ে তিনি বলেন, ‘রিয়ালের সঙ্গে আমার কখনও সমস্যা হয়নি এবং রিয়ালের সঙ্গে কখনও সমস্যা হবে না। এটি এমন একটি ক্লাব যা আমার খুব প্রিয়। কিন্তু জীবনের জন্য সবকিছুরই শেষ হওয়ার তারিখ থাকে।’
রিয়াল মাদ্রিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনচেলোত্তি বলেন, ‘এই ক্লাবকে হাজার হাজার ধন্যবাদ। আমি কখনও ভাবিনি যে আমি ছয় বছর ধরে মাদ্রিদের কোচিং করাতে পারবো’।