খেলা
র্যাঙ্কিংয়ে ১৯৯ নম্বর দলের কাছে হারলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ ২০২৩, বুধবার
একটি ‘শৌখিন’ দল সেশেলসের কাছে হেরে গেল বাংলাদেশ। আগের ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ১৯৯ থাকা দলটির বিরুদ্ধে ১-০ গোলে জিতলেও গতকাল আর পেরে ওঠেনি জামাল-তপুরা। সাদ উদ্দিনের ভুলে পেনাল্টি উপহার দিয়ে হেরেছে ১-০ গোলে। একদিন আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা ছিল স্বাগতিকদের। কিন্তু গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হেরেই সিরিজ ১-১ এ ড্র করলো বাংলাদেশ। এক লাখ জনসংখ্যার দেশটির কাছে হেরেও কোনো লজ্জার লেশমাত্র ছিল না তপু বর্মণদের মধ্যে। হারার পরও তারা সেশেলসের ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ম্যাচের শুরু থেকে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও এলিটা কিংসলে। তাদের জায়গায় রবিউল হাসান ও সুমন রেজা ছিলেন একাদশে। ফলে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেন তপু বর্মণ। তবে সাদ উদ্দিনের ভুলে পেনাল্টি থেকে গোল করে সেশেলস জিতে যায় ম্যাচ। এর আগে দুবার আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডারকে আটকাতে গিয়ে সর্বনাশ ডেকে এনেছিলেন সাদ উদ্দিন। এবার নিজের জেলা সিলেটের মাঠেও তার পুনরাবৃত্তি ঘটালেন এই ডিফেন্ডার। সাদের ভুলেই ম্যাচের ৬০ মিনিটে সেশেলস এগিয়ে যায়। ডেরেল বারট্রান্ডকে মাথায় পা তুলে আঘাত করেন সাদ উদ্দিন। ভুটানের রেফারি স্পটকিকের নির্দেশ দেন এবং সাদকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে মাইকেল ম্যানসিয়েন সহজেই বুদ্ধিদীপ্ত শটে গোলকিপার আনিসুর রহমান জিকোর বিপরীত দিক দিয়ে লক্ষ্যভেদ করেন (১-০)। চেলসির সাবেক ডিফেন্ডার মাইকেল ম্যানসিয়েনের লক্ষ্যভেদে ম্যাচই হারলো বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে সেশেলস স্বাগতিকদের হারিয়ে আগের ম্যাচে হারের প্রতিশোধই নিয়েছে। এই সিরিজকে লক্ষ্য করে প্রায় দুই সপ্তাহ সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে মালাউই এবং সৌদি আরবের ক্লাবের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলেছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বরং র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সেশেলসের সঙ্গে সিরিজ ড্র করে বাংলাদেশ।