ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘আগ্রাসী’ ব্যাটিং পছন্দ রনির

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, বুধবার

২০১৫ সালের ৭ই জুলাই, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় রনি তালুকদারের। সেই ম্যাচে ২২ বলে ২১ করা এই ব্যাটার এরপর প্রায় ৮ বছর ছিলেন জাতীয় দলের বাইরে। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরেন রনি। দলে সুযোগ পেয়ে তিনি বলেছিলেন, ‘আমি কখনও আশা ছাড়িনি। বিশ্বাস করতাম আমি একদিন ফিরব।’ বলেছিলেন, ‘আমি ম্যাচ জেতাতে চাই’। রনির প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। আইরিশদের হারিয়ে সিরিজে লিড নেয়ার ম্যাচে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন রনি। ম্যাচ শেষে জানান, আগ্রাসী ব্যাটিং পছন্দ তার। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার। ওপেনিং জুটিতে ৯১ রান তোলেন মাত্র ৭.১ ওভারে। লিটন ৪৭ রানে ফিরলেও তাণ্ডব চালিয়ে যান রনি। ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন তিনি। ঝড়ো ইনিংসে ফিফটি হাঁকাতে রনি খরচ করেন মাত্র ২৪টি বল। বাংলাদেশের হয়ে এর চেয়ে কম বলে ফিফটি আছে মাত্র দুটি। সবশেষ বিপিএলেও এমন ঝড়ো ফিফটি হাঁকিয়েছিলেন রনি। ২০২৩ আসরের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি হাঁকান রংপুর রাইডার্সের এই ওপেনার। বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা দ্রুততম ফিফটির রেকর্ড। আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের জয়ের নায়ক রনি তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘বিপিএলেও যদি দেখেন, আমি আগ্রাসী খেলা পছন্দ করি। পাওয়ার প্লেতে একটু মেরে খেলতে চাই। আজকেও সেই চেষ্টাই করেছি। যে ধরনের খেলাটা আমি খেলতে পছন্দ করি, ওটাই খেলে যেতে চাই সবসময়।’ দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দিত রনি।    তিনি বলেন, ‘সত্যি ভালো লাগার মতো বিষয় এটি। সবসময় বলে এসেছি, দলের জন্য কিছু করতে চাই। এটাই আমার মূল লক্ষ্য। সবসময় চেষ্টা থাকে যেন দলের জন্য কিছু করতে পারি, যাতে অবদান রাখতে পারি।’ রনি বলেন, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই ভালো লাগে। কারণ সবার আগে দল। আর ম্যাচ জেতানো পারফরম্যান্স করতে পারাটা সত্যিই ভালো লাগার বিষয়।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status