খেলা
আনিসুলের প্রথম সেঞ্চুরিতে ম্লান অগ্রণীর তিন ফিফটি
স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ ২০২৩, বুধবারআনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তার প্রথম শতকের দিন ঢাকা লীগের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেলো ব্রাদার্স। বিকেএসপি’র ৩ নম্বর মাঠে গতকাল ৯ উইকেটে ২৮৬ রান করে অগ্রণী। রান তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। ১১৪ বলে সর্বোচ্চ ১০৭ রান করেন ইমন। ৮টি চার ৫টি ছয়ে তার ইনিংসটি সাজানো ছিল। সেঞ্চুরির দেখা পান ১০৮ বলে। তার আগে ফিফটি করেন ৫৪ বলে। লিস্ট এ-তে আনিসুলের এতদিন ধরে সর্বোচ্চ ছিল ৬৪ রান। ফিফটি করেন সাব্বির হোসেন। ৬৯ বলে তার ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান আসে। ২৮ রান আসে সাদ নাসিমের ব্যাট থেকে। এর আগে ব্যাটিং করতে নেমে তিন ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক মার্শাল আইয়ূব। সাদমান ইসলাম ৫৭ ও শামসুল ইসলাম অনিক করেন ৫০ রান। তিনজন ফিফটির ইনিংসকে শতকে রূপান্তর করতে পারেননি। এ ছাড়া জাহিদ জাভেদ ২৮ ও মোহাম্মদ ইলিয়াস ২২ রান করেন। ৫ ম্যাচ খেলে অগ্রণীর এটি তৃতীয় হার। তাদের অবস্থানে সাতে। এদিকে সমান ম্যাচে ব্রাদার্সের এটি প্রথম জয়। তাদের অবস্থান দশে।