খেলা
‘ভাস্কর্যের লড়াইয়েও রোনালদোকে হারালেন মেসি’
স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, বুধবার
দীর্ঘদিন ধরে চলছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। আন্তর্জাতিক, ক্লাব কিংবা ব্যক্তিগত অর্জন নিয়ে দু’জনের মধ্যে চলে নীরব যুদ্ধ। সেরার বিতর্কে আদতে রোনালদো-মেসির স্পষ্ট অংশগ্রহণ নেই, এই লড়াইয়ে দুই সুপারস্টারের ভক্ত-সমর্থকরা বেশ সরব। মেসি-রোনালদোর পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণকারী সমর্থকরা এবার দুই তারকার ভাস্কর্য নিয়ে শুরু করেছে তুলনামূলক বিচার।
সম্প্রতি দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের ভাস্কর্য উন্মোচন করেছে। কনমেবলের জাদুঘরে দুই কিংবদন্তি পেলে এবং ডিয়াগো ম্যারাডোনার ঠিক পাশেই শোভা পাবে মেসির ভাস্কর্যটি। রোববার রাতে প্যারাগুয়েতে কোপা লিবার্তাদোরেসের ড্র অনুষ্ঠানে উন্মোচন করা হয় মেসির ভাস্কর্য। সেখানে দেখা যায়, আর্জেন্টিনার ১০ নম্বর হোম জার্সি পরিহিত হাস্যোজ্জ্বল মেসি দাঁড়িয়ে আছেন বিশ্বকাপের সোনালী ট্রফি হাতে। ভাস্কর্যটি দেখতে হুবহু মেসির মুখাবয়বের আদলে তৈরি। সেই ভাস্কর্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই শুরু হয় রোনালদোর সঙ্গে তুলনা। ২০১৭ সালে পর্তুগালের মেদেইরা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত হয় রোনালদোর একটি ভাস্কর্য। রুপালি রংয়ের সেই ভাস্কর্যটিকে ‘হাস্যকর’ বলেও উল্লেখ করেছিল ইউরোপের অনেক বড় বড় গণমাধ্যম। এর পেছনে যথেষ্ট কারণও আছে। রোনালদোর সেই ভাস্কর্যের সঙ্গে তার চেহারার মিল রয়েছে অতি সামান্য। প্রথম দর্শনে এটা যে রোনালদোর অবয়ব, তা বোঝা কঠিন।
বৃটিশ দৈনিক ডেইলে সানের প্রতিবেদনে বলা হয়, দুই তারকার দুই ভাস্কর্যের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে রোনালদোকে নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। একজন লিখেন, ‘ভাস্কর্যের লড়াইয়েও রোনালদোকে হারিয়ে দিলেন মেসি।’ একজন লিখেন, ‘রোনালদোও যদি একটা বিশ্বকাপ জিততো, তাহলে ভাস্কর হয়তো তার ওপর বেশি মনোযোগ দিতেন।’ একজন লিখেন, ‘এমনকি মেসির ভাস্কর্যও একটি বিশ্বকাপ জিতে নিলো। কোথায় রোনালদো?’ একজন মজার ছলে টুইট করেছেন, ‘নিশ্চয়ই রোনালদোর ভাস্কর্যটি কোনো মেসি-ভক্ত ডিজাইন করেছিলেন।’