ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

‘অন্যায় আমি করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে’

স্টাফ রিপোর্টার
২৫ মার্চ ২০২৩, শনিবার
mzamin

বৃহস্পতিবার সকালে প্রযোজক রহমত উল্লাহ্‌র বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দু’টি মামলা করেন নায়ক শাকিব খান। মামলার পর বিকালে তিনি সংবাদ সম্মেলন করেন গুলশানের নিজ বাসায়। এ সময় শাকিব খান বলেন, শুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতিবাদ করেন- তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিল, তারা কিন্তু পালিয়ে গেছে। এ সময় শাকিব তার বিরুদ্ধে রহমত উল্লাহর অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন। শাকিব বলেন, আমার বিরুদ্ধে যে অসত্য 
অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি। সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সঙ্গে কথা বলেছি। এরপর মহামান্য আদালতে গিয়েছি। তারা আমার মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত এই ঘটনার পেছনে আর কারা কারা আছে তদন্তে সব বেরিয়ে আসবে। শাকিব আরও বলেন, সব অঙ্গনের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে ইদানীং প্রায়শই একটি শ্রেণি নানা অভিযোগ নিয়ে উপস্থিত হচ্ছে। অনেক সংবাদ মাধ্যম সেই অভিযোগগুলো সত্য কিনা, তা যাচাই না করেই প্রকাশ করে দিচ্ছে। এটা ঠিক নয়। কেউ একজন এসে প্রযোজক পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললো, অথচ সেটা খতিয়ে না দেখে সংবাদে প্রকাশ করে দেয়াটা কতটুকু যৌক্তিক? অথচ প্রযোজক সমিতিতে একটু খোঁজ নিলেই জানা যেতো, যিনি প্রযোজক পরিচয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন, তিনি সত্যিকার অর্থেই প্রযোজক কিনা! এ সময় তিনি আরও বলেন, অভিনেতার বাইরেও আমি একজন মানুষ, আমারো পরিবার আছে। সন্তান আছে। তাদের কাছে মাথা উঁচু করে এখন বলতে পারছি। কিন্তু শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়, আমি বারবার বলছিলাম, এটা একটা ট্র্যাপ ছিল। কিন্তু নানারকম বিভ্রান্তিমূলক সংবাদের কারণে আমার পরিবারও দুশ্চিন্তায় ছিল। তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status