বিনোদন
কোয়েলের হুঁশিয়ারি
বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০২৩, শনিবার
ক’দিন ধরে শোনা যাচ্ছিল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের খবর। ১৩ বছর ধরে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু কোনো এক কারণে তার সঙ্গে বিয়ে করা সম্ভব হচ্ছে না অঙ্কুশের। অবশেষে জানা গেল যে, এই সবটাই ছিল ছবির প্রচার। আগামী পহেলা বৈশাখে মুক্তি পেতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার সিনেমা ‘লাভ ম্যারেজ’। ছবিতে অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক। কিন্তু ছবিটির প্রচারের সময় রঞ্জিতের সঙ্গে দ্বন্দ্বে জড়ান অঙ্কুশ। কিছুদিন আগেই রঞ্জিত মল্লিকের একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, আলাপ করিয়ে দিই। আমার বাবা। মহিম সান্যাল। নিজের ছেলের রাতের ঘুম উড়িয়ে এমন শান্তিতে স্টাইল মেরে বসে আছেন যেন রঞ্জিত মল্লিক। যাই হোক এই ১৪ই এপ্রিল জিতবো তো আমরাই। সেই পোস্ট দেখে কোয়েল মল্লিক কমেন্ট বক্সে অঙ্কুশকে হুঁশিয়ারি দিলে লেখেন, ওনার সঙ্গে পাঙ্গা নিও না, মুশকিলে পড়বে। যাকগে দেখা যাক, কি হয়। এরপর অঙ্কুশ কোয়েলকে লেখেন, আমার বাবা এত ফেমাস হয়ে গেছে যে, কোয়েল মল্লিক ওনার হয়ে কথা বলছে? ম্যাম আপনি জানেন না ওনার কীর্তি। আপনার সঙ্গে কীভাবে দেখা হবে জানি না কিন্তু হলে আপনাকে সব বলবো। আসলে এই সবটাই চলছে মজার ছলে। আগামী ১৪ই এপ্রিল অর্থাৎ নববর্ষের দিনে মুক্তি পাবে ‘লাভ ম্যারেজ’ সিনেমাটি।