বিনোদন
আবার দেশের গানে ফাহমিদা নবী
স্টাফ রিপোর্টার
২৫ মার্চ ২০২৩, শনিবার
এর আগেও বেশকিছু দেশের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে আরও একটি দেশের গান গেয়েছেন তিনি সজীব দাসের সুর ও সংগীতে। গানটির কথা লিখেছেন সুলতানা রোজি। স্বাধীনতা দিবসে সুলতানা রোজির ইউডিউব চ্যানেলেই ভিডিওসহ গানটি প্রকাশ করা হবে।