অনলাইন
হিন্ডেনবার্গ রিপোর্টের জের
আদানির পর ৫২৬ মিলিয়ন খোয়ালেন শিল্পপতি জ্যাক ডরসি
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ অপরাহ্ন

জ্যাক ডরসি
ব্যাপক জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ। হিন্ডেনবার্গ সেই রিপোর্ট প্রকাশ্যে আনতেই পেমেন্ট কোম্পানি ব্লক ইনকর্পোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি কয়েক মিলিয়ন ডলার হারালেন। বৃহস্পতিবার ডরসির সম্পদ কমেছে ৫২৬মিলিয়ন, এটি কোম্পানির সবচেয়ে খারাপ পতনের দিকে ইঙ্গিত করে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে ১১% পতনের পরে তার সম্পদ মূল্য এখন ৪.৪ বিলিয়নে পৌঁছেছে। হিন্ডেনবার্গ রিপোর্টে দাবি করা হয়েছে, ব্লক ইনকর্পোরেশন বেআইনিভাবে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে সংস্থার গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। শুধু তাই নয় কোম্পানির শেয়ার বিক্রি করেও প্রচুর মুনাফা করেন জ্যাক ডরসি। সমস্ত বিষয়টির সঙ্গে জড়িত ছিলেন ব্লক ইনকর্পোরেশন সংস্থার শীর্ষ আধিকারিকরা। সংস্থাটি সব অভিযোগ অস্বীকার করেছে এবং হিন্ডেনবার্গ রিপোর্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার ব্লকের শেয়ার ২২% কমে ১৫ % গিয়ে দাঁড়িয়েছে। ডরসি টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তার ভাগ্য ঝুলে রয়েছে ব্লক ইনকর্পোরেটেডের সাথে। ব্লুমবার্গ সম্পদ সূচকের অনুমান অনুযায়ী ফার্মে তার শেয়ারের মূল্য ৩ বিলিয়ন, এলন মাস্কের সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটারের শেয়ার মূল্য ৩৮৮ মিলিয়ন। এটি প্রথমবার নয় যে নাথান অ্যান্ডারসন দ্বারা পরিচালিত হিন্ডেনবার্গ বিলিয়নেয়ারদের নিশানা করেছে এবং তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। হিন্ডেনবার্গ এই বছরের শুরুর দিকে ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং তার সাম্রাজ্যের বিষয়ে একটি তদন্ত প্রকাশ করে, যার ফলে তার কোম্পানির স্টক এক ধাক্কায় অনেকটাই কমে যায় এবং ধাক্কা খায় মোট সম্পদের পরিমান। আদানি, যিনি এক সময়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন, এখন ব্লুমবার্গের সম্পদ সূচকে ৬০.১ বিলিয়ন সম্পদ নিয়ে ২১ তম স্থানে রয়েছেন। হিন্ডেনবার্গ ২০২০ সালের সেপ্টেম্বরে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নিকোলা কর্পোরেশনকে লক্ষ্যবস্তু করেছিল। নিকোলার স্টক পরবর্তীতে কমে যায় এবং তদন্তের ফলে অক্টোবরে এর প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টনের বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ প্রমাণিত হয় ।
সূত্র : এনডিটিভি